The Ambassador News                                       দি অ্যাম্ব্যাসাডর নিউজ

সকল কণ্ঠের প্রতিনিধি

সর্বাধিক পঠিত

ড. নিয়াজ আহমেদ ঢাবির নতুন উপাচার্য


ঢাকা বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য (৩০ তম) হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খান। 

সোমবার (২৬ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের আচার্য ও রাষ্ট্রপতি মো. শাহাবুদ্দিন তাঁকে নিয়োগ দেন।


ড. নিয়াজ আহমেদ খান ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামাজিক  বিজ্ঞান অনুষদভুক্ত উন্নয়ন অধ্যয়ন (ডেভেলপমেন্ট স্টাডিজ) বিভাগের অধ্যাপক এবং ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশের (আইইউবি) উপ-উপচার্য। তিনি ইউনিভার্সিটি অব অক্সফোর্ড, ইউনিভার্সিটি অব ওয়েলস সোয়ানসি, এশিয়ান ইনস্টিটিউট অব টেকনোলজিতে উচ্চ শিক্ষাগ্রহণ ও গবেষণা করে দীর্ঘদিন ধরে বাংলাদেশ, থাইল্যান্ড ও যুক্তরাজ্যে একাডেমিক ও কার্যকরি ডেভেলপমেন্ট ম্যানেজমেন্টের উন্নয়নে অবদান রাখছেন। তিনি প্রায় অর্ধশতাধিক বই এবং দেড়শ গবেষণাধর্মী প্রবন্ধের লেখক। তাঁর পিতা ড. শফিক আহমদ খান ছিলেন একজন সরকারি কর্মকর্তা এবং শিক্ষাবিদ। তাঁর পৈতৃক নিবাস চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায়। 


এর আগে ২০২৩ সালের ১৫ অক্টোবর বিশ্ববিদ্যালয়ের ২৯তম উপাচার্য হিসেবে নিয়োগ পান অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল। পরে কোটা সংস্কার আন্দোলনে ক্যাম্পাসে শিক্ষার্থীদের নিরাপত্তা দিতে ব্যর্থ হওয়ায় তিনি পদত্যাগ করেন।


নবীনতর পূর্বতন