The Ambassador News                                       দি অ্যাম্ব্যাসাডর নিউজ

সকল কণ্ঠের প্রতিনিধি

সর্বাধিক পঠিত

দুই মাসের বেতন ৫০ শতাংশ কমিয়ে এনেছে স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়

স্টামফোর্ড প্রতিনিধি:

ডেস্ক ছবি


দেশের বিশেষ পরিস্থিতি বিবেচনায় অধ্যায়নরত শিক্ষার্থীদের ৫০ শতাংশ ওয়েভার দিচ্ছে স্টামফোর্ড বিশ্ববিদ্যালয় বাংলাদেশ।

 

“বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বাংলাদেশ” সাথে সংহতি প্রকাশ করে শুরু থেকেই সক্রিয় ভূমিকা পালন করে স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ের সাধারন শিক্ষার্থীরা।এই আন্দোলনের শুরু থেকে আওয়ামীলীগ সরকারের পতন পর্যন্ত সাধারণ জনমানুষের জান মালের ব্যাপক ক্ষয় ক্ষতি সাধন হয়।

এর আগে এই আন্দোলনের তোপের মুখে পড়ে ১৭ই জুলাই ইউজিসি কতৃক দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠান অনির্দিষ্ট কালের জন্য বন্ধ ঘোষণা করা হয়।

সাধারন শিক্ষার্থীদের পরিস্থিতি বিবেচনা করে গত সোমবার (১৯ ই আগস্ট) বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার মোহাম্মাদ আব্দুল মতিন ৫ শিক্ষার্থীদের জুলাই এবং আগস্ট মাসের বেতন ৫০ শতাংশ কমিয়ে এনে একটি নোটিশ জারি করেন।নোটিশে আরোও বলা হয়,যাদের জুলাই আগস্ট মাসের বেতন পরিশোধ করা হয়েছে তাদের আগামী দুই মাসের বেতন ৫০ শতাংশ করে নেয়া হবে।



এই বিষয়ে স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের একজন শিক্ষার্থী সামিনুর রহমান শাহ বলেন,’আমরা সবাই আনন্দিত,তবে শুধুমাত্র বিশেষ পরিস্থিতি না,মেধার ভিত্তিতে ওয়েভার এর সুযোগ তৈরি করা হোক এতে সাধারন শিক্ষার্থীদের মধ্যে পড়াশোনার প্রতিযোগিতা মূলক মনোভাব আরোও প্রবল হবে’

আইন বিভাগের আরেক শিক্ষার্থী আল-আমিন হোসেন সিফাত বিশ্ববিদ্যালয়ের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন,’আমাদের নিরাপত্তা ও পড়াশোনার পরিবেশ তৈরির জন্য সকল প্রকার রাজনীতি মুক্ত ক্যাম্পাস অত্যাবশ্যকীয়’

 

 

 

নবীনতর পূর্বতন