The Ambassador News                                       দি অ্যাম্ব্যাসাডর নিউজ

সকল কণ্ঠের প্রতিনিধি

সর্বাধিক পঠিত

ছাত্র-জনতার বাঁধভাঙা জোয়ার

 


ময়মনসিংহে বিক্ষোভ মিছিল ও সমাবেশে কয়েক হাজার ছাত্র-জনতা ছবি: প্রথম আলো

ময়মনসিংহে বিক্ষোভ মিছিল ও সমাবেশে শিক্ষার্থীদের পাশাপাশি যোগ দিয়েছেন বিভিন্ন শ্রেণি-পেশার কয়েক হাজার মানুষ। আজ শনিবার বেলা ১১টায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দেওয়া কর্মসূচির অংশ হিসেবে ময়মনসিংহে টাউন হল মোড়ে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করে শিক্ষার্থীরা।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ময়মনসিংহের সমন্বয়ক প্যানেলের আহ্বানে সারা দিয়েছেন বিভিন্ন প্রতিষ্ঠানের পাশাপাশি শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক-কবি, সংস্কৃতিকর্মী, শিল্পীসহ নানা শ্রেণি–পেশার মানুষ। ময়মনসিংহের বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় এবং ঢাকাসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজের শিক্ষার্থীরা যাঁরা ময়মনসিংহে অবস্থান করছেন, তাঁরাও এ কর্মসূচিতে অংশ নেন। বৃষ্টি উপেক্ষা করে হাজার হাজার শিক্ষার্থীদের ঢল নামে টাউন হল মোড়ে।


এতে ময়মনসিংহ-টাঙ্গাইল সড়কের প্রবেশ মুখ, নগরের গাঙ্গিনারপাড়, পাটগুদাম সেতু মোড় সড়কে যানচলাচল বন্ধ হয়ে যায়। প্রতিবাদী স্লোগান ও ছবি আঁকেন শিক্ষার্থীরা। ‘দফা এক, দাবি এক’ স্লোগান দিতে থাকেন বিক্ষুব্ধরা। বেলা একটার পর টাউন হল থেকে বিক্ষোভ মিছিল নগরের নতুনবাজার, গাঙ্গিনারপার-দুর্গাবাড়ী-বিপিন পার্ক সড়ক হয়ে টাউন হল গিয়ে শেষ হয়। এ সময় এলাকাগুলোতে সব ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ ছিল।


নবীনতর পূর্বতন