The Ambassador News                                       দি অ্যাম্ব্যাসাডর নিউজ

সকল কণ্ঠের প্রতিনিধি

সর্বাধিক পঠিত

কবে ফিরছে পুলিশ

আজও সম্পূর্নরুপে পুলিশ কাজে ফিরে নি। দেশের বিভিন্ন স্থানে পুলিশের দায়িত্ব পালন করছেন বিভিন্ন স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। 

এ ব্যাপারে অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন জানিয়েছেন, আগামী বৃহস্পতিবারের (১৫ আগস্ট) মধ্যে পুলিশ সদস্যদের নিজ নিজ কর্মস্থলে যোগ দিতে হবে। তিনি বলেন, যারা নির্ধারিত সময়ে যোগ দেবে না তাদের চাকরি থাকবে না। 


ছবিঃ ইন্টারনেট

আজ রবিবার (১১ আগস্ট) দুপুর সাড়ে ১২টায় রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে আহত পুলিশ সদস্যদের দেখতে এসে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

এসময় পুলিশ সদস্যদের উদ্দেশ্যে তিনি আরও বলেন, আপনারা যদি বৃহস্পতিবারের মধ্যে না আসেন তাহলে আমি ধরে নেব, আপনারা চাকরিতে ইচ্ছুক নন।

তিনি আরো বলেন, তারা জয়েন না নিলে ধরে নেব, তারা ডিজাস্টার। পরে তাৎক্ষণিকভাবে ঘাটতি পূরণ করা হবে। আমার কাছে অনেক মেকানিজম আছে। আপনারা দেখতে পাবেন, সাত দিনের মধ্যেই এমন ব্যবস্থা করব যেন পুলিশ পূর্ণরূপে ফিরতে পারে। 


নবীনতর পূর্বতন