ইউক্রেনের দোনেৎস্ক অঞ্চলের নিউইয়র্ক শহর দখল করে নেওয়ার দাবি করেছে রাশিয়া। শহরটি মূলত একটি শিল্পাঞ্চল। রাশিয়ার সঙ্গে লড়াইয়ের ক্ষেত্রে অঞ্চলটি ইউক্রেনের অন্যতম দুর্ভেদ্য দুর্গ ছিল। খবর রিয়া নভোস্তির
দনবাসে ক্রমাগত আক্রমণের অংশ হিসেবে গত জুনে রুশ সামরিক বাহিনী নিউইয়র্ক ও পার্শ্ববর্তী তোরেতস্ক অঞ্চলে বড় ধরনের অভিযান শুরু করে। তোরেতস্ক অঞ্চলটি মূলত বেশ কয়েকটি শিল্প শহরের একটি গুচ্ছ। জুলাইয়ের শুরুতে, রুশ বাহিনী ইউক্রেনীয় সৈন্যদের তোরেতস্কের উত্তর উপকণ্ঠে ঠেলে দিয়ে শহরের কেন্দ্রবাগ দখল করে নেয়। এবার নিউইয়র্ক শহরটিও রাশিয়ার দখলে এল।
নিউইয়র্ক ইউক্রেনীয় সৈন্যদের অন্যতম গুরুত্বপূর্ণ ঘাঁটি হওয়ায় এই শহরটির দখল রাশিয়ার জন্য আশীর্বাদ হয়ে দেখা দেবে। কারণ, এই শহরটি দনবাসে ইউক্রেনের অন্যতম দুর্ভেদ্য অঞ্চল তোরেতস্কের বাকি অঞ্চলগুলো দখলের পথ খুলে দেবে। ২০১৪ সালে ইউক্রেনে ময়দান বিদ্রোহের সময় থেকেই ইউক্রেনীয় সেনাবাহিনী এই অঞ্চলটি নিয়ন্ত্রণে রেখেছিল।