The Ambassador News                                       দি অ্যাম্ব্যাসাডর নিউজ

সকল কণ্ঠের প্রতিনিধি

সাইবার নিরাপত্তা আইন বাতিল দাবি মুক্ত প্রকাশের


সাইবার নিরাপত্তা আইন বাতিলের দাবিতে সংবাদ সম্মেলন


নিবর্তনমূলক সাইবার নিরাপত্তা আইন বাতিল করার দাবি জানিয়েছে মুক্ত গণমাধ্যম ও ডিজিটাল অধিকার কর্মীদের সংগঠন মুক্ত প্রকাশ- ফোরাম ফর ফ্রিডম অফ এক্সপ্রেশন বাংলাদেশ (এফইএসবি)।

বৃহস্পতিবার (২৯ আগষ্ট) সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক শীর্ষক সংবাদ সম্মেলনে এসব দাবি জানানো হয়।





এসময় লেখক, গবেষক ও মানবাধিকার কর্মী রেজাউর রহমান লেনিন মূল প্রবন্ধ উপস্থাপন করেন। গণমাধ্যম কর্মী সালিম সামাদ, শিক্ষক ড. সৈয়দা আইরিন জামান, আইনজীবী মো. সাইমুম রেজা তালুকদার উপস্থিত ছিলেন।

রেজাউর রহমান লেনিন বলেন, সাইবার পরিসরকে নিয়ন্ত্রণ করবার জন্য যে সব আইন নীতিমালাসমূহ সংশোধন করা হয়েছে তা বাতিল করে গণতান্ত্রিক প্রক্রিয়ায় আইন প্রণয়ন করতে হবে। যাতে করে অন্তর্বর্তী সরকার জনগণের পর্যাপ্ত সময় ও সমতার সুযোগ এবং নাগরিকদের নিকট দায়বদ্ধতা নিশ্চিত করতে পারেন।
নবীনতর পূর্বতন