The Ambassador News                                       দি অ্যাম্ব্যাসাডর নিউজ

সকল কণ্ঠের প্রতিনিধি

সর্বাধিক পঠিত

প্রাক-মৌসুম প্রস্তুতি ভালো হলো না বার্সেলোনার

 


ছবিঃ সংগৃহীত

লা-লাীগার প্রস্তুতিটা ভালো হলো না বার্সেলোনার। প্রাক মৌসুম প্রস্তুতিতে ম্যানচেস্টার সিটি, রিয়াল মাদ্রিদের বিপক্ষে জয়ের পর এসি মিলানের কাছে টাইব্রেকারে হারের স্বাদ পেয়েছিল কাতালান ক্লাবটি।

এছাড়াও গতকাল সোমবার হোয়ান গাম্পার ট্রফির ফাইনালে মোনাকোর বিপক্ষে ৩-০ গোলে হেরে যায় কাতালানরা।


এখন পর্যন্ত হোয়ান গাম্পার ট্রফির ম্যাচে এটিই বার্সার ইতিহাসে সবচেয়ে বড় পরাজয়। ২০১২ সালের পর এই প্রথম কোনো লিগ আঁ-এর দল প্রাক-মৌসুম প্রস্তুতিতে বার্সাকে হারের তেতো স্বাদ উপহার দিল।


গতকাল অলিম্পিক স্টেডিয়ামে মোনাকো গোল গুলো ম্যাচের দ্বিতীয়ার্ধে। গোলদাতারা হলেন লামিনে কামারা (৫০ মিনিট), ব্রিল এমবোলো (৫৭ মিনিট) ও ক্রিস্তিয়ান মাউয়িসা (৮৬ মিনিট)। 


তবে, পূর্ণ শক্তির বার্সাকে খেলে নি।গ্রীষ্মকালীন আন্তর্জাতিক টুর্নামেন্ট, চোট ও ফিটনেস ইস্যুতে প্রাক মৌসুমের ম্যাচগুলোতে খেলতে পারেননি রোনাল্ড আরাউহো, পেদ্রি, গাভি ও ফ্রেঙ্কি ডি ইয়ংয়েরা। ফেরান তোরেস ও লামিনে ইয়ামাল চলতি প্রাক মৌসুম ম্যাচে গতকাল প্রথমবার খেলতে নেমেছিলেন, সেটাও বদলি হিসেবে। ইলকায়ে গুন্দোয়ান দ্বিতীয়ার্ধে মাঠে নামলেও চোট পেয়ে উঠে যান ম্যাচের ৬৮ মিনিটেই।


আগামী বৃহস্পতিবার রাতে আতলেতিক বিলবাও ও হেতাফের ম্যাচ দিয়ে লা লিগার নতুন মৌসুম শুরু হলেও বার্সা নিজেদের প্রথম ম্যাচ খেলবে আগামী শনিবার রাতে। সে ম্যাচে ভালেন্সিয়ার ঘরের মাঠে আতিথ্য নেবে কাতালান ক্লাবটি।


নবীনতর পূর্বতন