The Ambassador News                                       দি অ্যাম্ব্যাসাডর নিউজ

সকল কণ্ঠের প্রতিনিধি

সর্বাধিক পঠিত

সুপার কাপে এমবাপ্পে কে নিয়ে যা ভাবছেন আনচেলত্তি

 

ছবিঃরিয়াল মাদ্রিদ তারকা কিলিয়ান এমবাপ্পে,ইয়াহু


শিরোপা জিতে আরেকটি মৌসুম শুরুর অপেক্ষায় রিয়াল মাদ্রিদ। ১৪ আগস্ট রাতে পোল্যান্ডের ওয়ারশতে উয়েফা সুপার কাপের ম্যাচে আটালান্টার মুখোমুখি হবে তারা। এই ম্যাচ দিয়ে নতুন এক অধ্যায়ের শুরু করবে রিয়াল। এ ম্যাচ দিয়েই রিয়ালের জার্সিতে অভিষেক হতে পারে কিলিয়ান এমবাপ্পের।

সুপার কাপের এই ম্যাচটিতে অবশ্য এমবাপ্পেকে বদলি হিসেবে খেলাতে পারেন আনচেলত্তি। স্প্যানিশ সংবাদমাধ্যম এএস জানিয়েছে, আনচেলত্তি ওয়েম্বলিতে চ্যাম্পিয়নস লিগ ফাইনালে খেলানো দলটিকেই নামানোর কথা ভাবছেন। তবে টনি ক্রুস অবসরে যাওয়ায় এবং নাচো ক্লাব ছাড়ায় এ দুজনের বিকল্প হিসেবে দেখা যেতে পারে এদের মিলিতাও ও লুকা মদরিচকে। আনচেলত্তি যদি এই পরিকল্পনায় একাদশ সাজান, তাহলে এমবাপ্পেকে বেঞ্চে বসে মাঠে নামার অপেক্ষায় থাকতে হবে।

সুপার কাপের একাদশ নিয়ে এরই মধ্যে আনচেলত্তি বলেছেন, ‘যারা দলের হয়ে চ্যাম্পিয়নস লিগ জিতেছে, তাদেরকে আপনার বিবেচনায় নিতে হবে। এটা মূলত গত মৌসুমেরই চলমান ধারা। তবে ম্যাচ পরিস্থিতি বিবেচনায় কিংবা প্রতিপক্ষের খেলার কৌশল শেষ মুহূর্তে বদলে দিতে পারে দৃশ্যপট।

সুপার কাপের এই ম্যাচটি নানা দিক থেকেই রিয়ালের জন্য গুরুত্বপূর্ণ। এমবাপ্পের অভিষেকের পাশাপাশি এই ম্যাচ দিয়ে প্রতিদ্বন্দ্বীদের জন্য বার্তাও দিয়ে রাখতে পারবে তারা। আগামী মৌসুমে তারকাবহুল এক দলই মাঠে নামাতে যাচ্ছে রিয়াল। যে দলটিকে বলা হচ্ছে নতুন ‘গ্যালাকটিকো বা তারকাপুঞ্জ। এই দলের সফলতা ও ব্যর্থতার দিকে চোখ থাকবে গোটা ফুটবল দুনিয়ার। পাশাপাশি দলে থাকা তারকাদের মধ্যে ব্যক্তিত্বের সংঘাত হওয়ার বিষয় নিয়েও আছে আলোচনা।

 

আনচেলত্তি অবশ্য নিজের দল নিয়ে বেশ আত্মবিশ্বাসী। সম্প্রতি চেলসির বিপক্ষে প্রাক্‌মৌসুম প্রস্তুতি ম্যাচে জয়ের পর আনচেলত্তি বলেছেন, ‘আমাদের স্কোয়াড খুবই প্রতিভাবান এবং আমাদের মানসিকতাও খুবই প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ। দলের অভ্যন্তরে যে প্রতিযোগিতা, তা আমাদের আরও বেশি মনোযোগী হতে সহায়তা করবে। এই প্রতিযোগিতামূলক মানসিকতা আমাদের জন্য খুবই ইতিবাচক।


সূত্রঃপ্রথম আলো,ইয়াহু স্পোর্টস


নবীনতর পূর্বতন