বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ধানমন্ডি ৩২ নম্বরের বাসভবন এবং মেহেরপুরের মুক্তিযুদ্ধ স্মৃতি জাদুঘরে ভাঙচুর এবং হামলার প্রতিবাদ জানিয়ে বিবৃতি দিয়েছে বঙ্গবন্ধু ফাউন্ডেশন। মঙ্গলবার বঙ্গবন্ধু ফাউন্ডেশনের কেন্দ্রীয় কমিটির সভাপতি অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিকের স্বাক্ষরে এই বিবৃতি প্রকাশিত হয়।
মুক্তিযুদ্ধের স্মৃতির ধারক এসব ঐতিহাসিক স্থাপনা ধ্বংসের পেছনে দায়ীদের অবিলম্বে চিহ্নিত করা এবং ধ্বংসপ্রাপ্ত স্থাপনাসমূহ পুননির্মাণ ও রক্ষণাবেক্ষণের যথাযথ ব্যবস্থা গ্রহণেরও আহ্বান জানানো হয় এই বিবৃতিতে।