The Ambassador News                                       দি অ্যাম্ব্যাসাডর নিউজ

সকল কণ্ঠের প্রতিনিধি

সর্বাধিক পঠিত

স্থগিত পরীক্ষাগুলো পূর্ণ নম্বরে, দ্রুতই প্রকাশ সময়সূচি


দেশের রাজনৈতিক দুরবস্থার কারণে চলমান এইচএসসি পরীক্ষা স্থগিত আছে। শিক্ষা বোর্ড সমন্বয় কমিটি আজ জানিয়েছে যে স্থগিত পরীক্ষাগুলো পূর্ণ নম্বরেই অনুষ্ঠিত হবে। তাছাড়া শিগগির এসব পরীক্ষার সংশোধিত সময়সূচি প্রকাশ করা হবে।


সোমবার (১২ আগস্ট) কমিটির সভাপতি এবং ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকারের সই করা জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। সামাজিক মাধ্যমে এইচএসসির পরীক্ষা না হওয়া নিয়ে ছড়িয়ে পড়া বিভ্রান্তিকর তথ্যগুলোকে ভুল এবং গুজব বলেও নিশ্চিত করা হয়।

নবীনতর পূর্বতন