দি অ্যাম্বাসাডর নিউজ ডেস্কঃ
ময়মনসিংহে ছাত্র আন্দোলন,টাউন হল প্রাঙ্গণ |
শোকের মাস আগস্ট। ময়মনসিংহে এই শোক এখন পরিণত হয়েছে দাবি আদায়ের আন্দোলনে।
আজ
শুক্রবার (২রা আগস্ট) পবিত্র জুম'আর নামজের পর ময়মনসিংহে বৈষম্যবিরোধী
ছাত্র আন্দোলনের পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী শহরের টাউন হল প্রাঙ্গণে জমায়েত এবং শহিদদের
আত্মার মাগফিরাতের জন্য দোয়ার আয়োজন করা হয়। ধীরে ধীরে আন্দোলনকারীর সংখ্যা বৃদ্ধি
পেতে থাকলে মিছিল নিয়ে তারা শহরের আরেকটি গুরুত্বপূর্ণ পয়েন্ট "কৃষ্ণচূড়া চত্ত্বর"
অভিমূখে রওনা হয়।
আন্দোলনরত বি ইউ পি (এআইবিএ) শিক্ষার্থী মুজাহিদুর রহমান মাফিন বলেন, "আজ পবিত্র শুক্রবার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদ ভাইদের দোয়া ও আত্মার মাগফেরাত কামনার জন্য একত্র হয়েছি।" তিনি আরো জানান, "কোটা সংস্কার আন্দোলন দিয়ে এই যাত্রা শুরু হলেও এখন আর এটি সেই পর্যায়ে নেই, অগণিত ভাইয়ের রক্ত ঝড়েছে, এই হত্যাকান্ডের বিচারই বা কার কাছে চাইবো, বিচারকই হত্যাকারী, আমি মুক্তিযুদ্ধ দেখিনি গল্প শুনেছি, ৫২ দেখিনি, ৬৯ দেখিনি, আজ দেশের ক্রান্তিকালে দাঁড়িয়ে ইতিহাসের বৈপ্লবিক অনুভূতি হচ্ছে।"
শাহজালাল
বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের আরেক শিক্ষার্থী হামীম
মোহাম্মাদ হাকিমুর রহমান স্মরণ বলেন, "কোটা সংস্কারের একটি মাত্র দাবি নিয়ে শুরু
হলেও আমাদের উপর নির্মমভাবে গুলি ও হত্যাকান্ড চালানোর পর এটি গণমানুষের আন্দোলনে রূপান্তর
হয়েছে, আমাদের প্রত্যেকটি দাবি পূরণ না হওয়ায়
পর্যন্ত আন্দোলন থামবে না এবং ধীরে ধীরে এই মনোভাব সকল শ্রেণীপেশার মানুষের মধ্যে তৈরী
হচ্ছে এবং তারাও আন্দোলনে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করছে, আন্দোলনকারীদের সংখ্যাও
দিন দিন বাড়ছে। কয়েকজনকে দেখলাম তাদের সন্তানদের নিয়ে এসেছেন। তারাই আমাদের সাহস। একইসাথে
জানতে পেরেছি দেশের বিভিন্ন প্রান্তে আমাদের ভাই বোনদের ওপর গুলি চালানো হচ্ছে, কোনো
কারন ছাড়াই গণগ্রেফতার করা হচ্ছে। ভাবতেই কান্না পায়। তিনি সরকারের কাছে আরোও প্রশ্ন করেন, "কেন এত বিদ্বেষ, কী করেছি
আমরা?"
সমাবেশে
আন্দোলনের সমন্বয়করা বলেন, ঢাকা থেকে যে কর্মসূচি দেওয়া হবে আমরা তা যথাযথভাবে পালন
করব। এতে যত বাধাই আসুক, শত বাধা উপেক্ষা করেই শিক্ষার্থীরা শান্তিপূর্ণভাবে মাঠে থাকবে।
সেই সঙ্গে ময়মনসিংহ নগরীর মিন্টু কলেজ সংলগ্ন যে স্থানটিতে আমাদের ভাই রোদোয়ান হোসেন
সাগর নিহত হয়েছেন, আমরা ওই স্থানটিকে ‘শহীদ সাগর চত্বর’ঘোষণার দাবি করছি।