The Ambassador News                                       দি অ্যাম্ব্যাসাডর নিউজ

সকল কণ্ঠের প্রতিনিধি

সর্বাধিক পঠিত

ইন্টারনেট ছাড়া ব্যাংকিং কিভাবে চালানো যায় তা নিয়ে আলোচনা

দি অ্যাম্বাসেডর নিউজ ডেস্কঃ

সম্প্রতি ঘটে যাওয়া ইন্টারনেট ব্লাকআউটের মত পরিস্থিতিতে কিভাবে নিরবিচ্ছিন্ন ব্যাংকিং ও আর্থিক পরিষেবা চালানো যায় তা নিয়ে সংলাপ করেছে বাংলাদেশ ব্যাংক। জানা যায়, ব্যাকআপ নেটওয়ার্কিং সিস্টেম এর ব্যাপারে আলোচনা হচ্ছে। এ নিয়ে বেশ কয়েকটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকদের (এমডি) সঙ্গে বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদার বৃহস্পতিবার (১ আগস্ট)  সভা করেন। সভা শেষে সাংবাদিকদের সামনে ব্রিফিংয়ের সময় এ তথ্য জানান ব্র‍্যাক ব্যাংক এমডি ও অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশের (এবিবি) চেয়ারম্যান সেলিম আরএফ হোসেন।

                ছবিঃ বাসস

তিনি বলেন, "সোশ্যাল মিডিয়া এবং ব্যাংকিং সেক্টর, উভয় ক্ষেত্রেই ইন্টারনেট সংযোগ একইরকম। এটা হওয়া উচিত না। ব্যাংক সেক্টরে বড় ধরনের ইনফ্রাস্ট্রাকচার তৈরির কাজ আমরা শুরু করবো।"


সভায় উপস্থিত একটি ব্যাংকের এমডি জানিয়েছেন, সম্প্রতি পাশ্ববর্তী দেশ ভারতের ৩০০ ছোট ব্যাংকে সাইবার হামলার কথা শোনা গেছে। কেন্দ্রীয় ব্যাংকের পক্ষ থেকে সাইবার সিকিউরিটি নিয়ে সব ব্যাংকে সতর্ক থাকার নির্দেশনাও দেওয়া হয়েছে।


এছাড়া, সাম্প্রতিক ঘটনায় দুটি ব্যাংকের চারজন মারা যাওয়ার বিষয়টি নিয়ে সভায় আলোচনা হয়। পাশাপাশি কেন্দ্রীয় ব্যাংকের পক্ষ থেকে সাইবার সিকিউরিটি নিয়ে সব ব্যাংকে সতর্ক থাকার নির্দেশনাও দেওয়া হয়েছে।

সূত্র: TBS mews

নবীনতর পূর্বতন