The Ambassador News                                       দি অ্যাম্ব্যাসাডর নিউজ

সকল কণ্ঠের প্রতিনিধি

সর্বাধিক পঠিত

রাজনীতিমুক্ত কুয়েট ক্যাম্পাস এবং ভিসি ও প্রো-ভিসির পদত্যাগ

সম্প্রতি বাংলাদেশে হয়ে যাওয়া সরকার বদল ও ছাত্র-জনতা আন্দোলনের পর দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্র রাজনীতি নিষিদ্ধ করার জোরালো দাবি উঠেছে। ইতিমধ্যে দেশের অনেকগুলো পাবলিক বিশ্ববিদ্যালয়ে ছাত্র রাজনীতি নিষিদ্ধ করা হয়েছে। সেই ধারাবাহিকতায় খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়েও (কুয়েট) ছাত্র রাজনীতি নিষিদ্ধ করা হয়েছে। গত ১১ই আগস্ট, ২০২৪ তারিখ অত্র বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষক/কর্মকর্তা/কর্মচারীর খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন'২০০৩ এর  ধারা ৪৪(৫) অনুযায়ী সকল ধরণের রাজনৈতিক সংগঠন এবং তার কোন অঙ্গসংগঠনের সাথে সম্পৃক্ততা এবং  কর্মকাণ্ড নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।এই আইন অমান্যকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের ৯৩তম (জরুরী) সভায় সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

এর পরদিন ১২ আগস্ট, ২০২৪ তারিখে কুয়েটের ভাইস-চ্যান্সেলর ড. মিহির রঞ্জন হালদার তার পদত্যাগপত্র জমা দেন। ব্যক্তিগত কারণে উক্ত ভাইস-চ্যান্সেলর পদের দায়িত্ব হতে স্বেচ্ছায় পদত্যাগ করার কথা তিনি পদত্যাগপত্রে  উল্লেখ করেছেন। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয়ের ০১ সেপ্টেম্বর ২০২২ইং তারিখের প্রজ্ঞাপনের সারক মং- ৩৭,০০,০০০০,০৮০.১১.০১০.১৮-১৯৯ মোতাবেক তাকে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর এর দায়িত্ব প্রদান করা হয়েছিল। 

একইদিন কুয়েটের প্রো ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. সোবহান মিয়া উক্ত প্রো-ভাইস চ্যান্সেলর পদ থেকে অব্যাহতির আবেদন জমা দিয়েছেন। কারণ হিসেবে তিনি শারীরিক অসুস্থতা এবং ব্যক্তিগত কারণের কথা সেখানে উল্লেখ করেছেন।

উল্লেখ্য বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর শিক্ষার্থীদের দেওয়া আল্টিমেটামের প্রেক্ষিতে দেশের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের শীর্ষস্থানীয় পদে থাকা ব্যক্তিবর্গের পদত্যাগের হিড়িক পড়েছে। ইতিমধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়সহ আরও অনেক বিশ্ববিদ্যালয়ের ভিসিসহ শীর্ষস্থানীয় পদে থাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের অনেকেই পদত্যাগ করেছেন। 

নবীনতর পূর্বতন