কোটা আন্দোলন থেকে ছাত্র-জনতার গণআন্দোলন রুপ নেওয়ায় তোপের মুখে পদত্যাগ করে দেশ ছেড়েছেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।
সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের যে আন্দোলন শুরু হয়েছিল জুলাইয়ের শুরুতে। পরবর্তীতে এই আমদোলন রুপ মেয় গণ আন্দোলনে। এতে পদত্যাগে বাধ্য হন শেখ হাসিনা। এর পরই দেশজুড়ে সাধারণ মানুষ আনন্দ মিছিল নিয়ে বের হন; উচ্ছ্বাস প্রকাশ করেন।
এছাড়া সরকার পতনের খবর পাওয়ার পর দেশের বিভিন্ন স্থানে আওয়ামী লীগ নেতা, দলটির একাধিক সংসদ সদস্যের পাশাপাশি বিভিন্ন স্থাপনা, ব্যবসাপ্রতিষ্ঠান, বাড়িতে হামলা ও অগ্নিসংযোগের খবর পাওয়া গেছে। এছাড়া দেশের বিভিন্ন অঞ্চলে সংখ্যালঘুদের উপরও হামলার ঘটনা জানা গেছে।