The Ambassador News                                       দি অ্যাম্ব্যাসাডর নিউজ

সকল কণ্ঠের প্রতিনিধি

সর্বাধিক পঠিত

এবার হ্যাক হলো বিএসইসি'র ওয়েবসাইট

 

ডেস্ক ছবিঃবিএসইসি'র ওয়েবসাইট

পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) ওয়েবসাইট হ্যাক করা হয়েছে। বিএসইসির ওয়েবসাইট sec.gov.bd তে গেলে ওয়েবসাইটটি হ্যাকড হওয়ার বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।

 

সোমবার (৫ আগস্ট) ওয়েবসাইটে প্রবেশ করলে দেখা যায়, HACKED BY Mr.NoFace সম্বলিত একটি ছবি ঝুলিয়ে রাখা হয়েছে।

 

ধারণা করা হচ্ছে, শিক্ষার্থীদের চলমান ১ দফা আন্দোলনকে কেন্দ্র করে আন্দোলনকারীদের একটি পক্ষ  বিএসইসির ওয়েবসাইটটি হ্যাক করে থাকতে পারে।

 

সূত্রঃ দ্য ডেইলি ক্যাম্পাস।


নবীনতর পূর্বতন