The Ambassador News                                       দি অ্যাম্ব্যাসাডর নিউজ

সকল কণ্ঠের প্রতিনিধি

সর্বাধিক পঠিত

সংকটময় পরিস্থিতিতে ব্যাতিক্রমী উদ্দ্যোগ ময়মনসিংহবাসীর

ডেস্ক ছবি

 চলমান পরিস্থিতিতে সংকটাপন্ন অবস্থায় আছেন দেশের সাধারণ জনগণ।শেখ হাসিনার পদত্যাগ পরবর্তী সময়ে দেশের বিভিন্নস্থানে ভাংচুর,অগ্নিসংযোগ,হামলা,লুটপাট চালিয়ে দেশের সাধারণ মানুষের জান মাল এখন চরম নিরাপত্তাহীনতায়।


এমতাবস্থায় দেশের সকল ছাত্র সমাজকে নির্দেশনামূলক ভিডিও বার্তার মাধ্যমে সচেতন করা ও দুর্বৃত্তদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্‌বান করেন এই আন্দোলনের প্রধান সমন্বয়করা,সেই নির্দেশনা মেনেই ময়মনসিংহ সিটি কর্পোরেশন এর ১ নং ওয়ার্ডের শিক্ষার্থীরা আয়োজন করেন সচেতনতামূলক মাইকিং ও লিফলেট বিতরণ কর্মসূচি।

এই কর্মসূচি বাস্তবায়ন করতে পাশে ছিলেন,আদিল আব্দুল্লাহ,আব্দুল্লাহ আল মামুন,মুজাহিদুর রহমান মাফিন,আবিদ আব্দুল্লাহ,শাহরিয়া তৌফিক,রাফায়েত ইসলাম,রাহিক আফিফ,শাহরিয়ার হোসেন নোহান,হামীম মোহাম্মাদ হাকিমুর রহমান স্মরণ,সোহানুর রহমান জারিফ,খালিদ হাসান,মাহমুদুল হাসান শোয়াইব,ইউনুস আহমেদ প্রমূখ।



মাইকিং এর ঘোষণা সমূহ:

১। কোন ধরনের রাষ্ট্রীয় সম্পদ ও ব্যক্তি সম্পদের ক্ষতি করা যাবে না।

২। সংখ্যালঘুদের শতভাগ নিরাপত্তা নিশ্চিত করতে সবাইকে সর্বোচ্চ সর্তক থাকতে হবে। সংখ্যালঘুরা এই দেশের আমানত, রক্ষা করার দায়িত্ব আপনার আমার সকলের।

৩। কারো উপর কোন আক্রমণ করা যাবে না। যেন, কোন প্রকার অপ্রীতিকর ঘটনা ঘটতে না পারে।

৪। এখন আর রাষ্ট্রীয় কোন বাহিনীর সাথে সংঘাতে জড়ানো যাবে না। কোন ধরনের গুজবের প্রশ্রয় দেওয়া যাবে না।

৫। রাজনৈতিক ও ব্যক্তিগত উদ্দেশ্য হাসিলের জন্য কোন ধরনের সহিংসতায় জড়ানো যাবে না।


নবীনতর পূর্বতন