The Ambassador News                                       দি অ্যাম্ব্যাসাডর নিউজ

সকল কণ্ঠের প্রতিনিধি

সর্বাধিক পঠিত

ফোন কলে কী কথা বললেন মোদি-বাইডেন?

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের টেলিফোন আলাপে অন্যান্য বিষয়ের সঙ্গে বাংলাদেশ পরিস্থিতিও আলোচনা হওয়ার কথা জানিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়।

সোমবার (২৬ আগস্ট) এক সংবাদ বিজ্ঞপ্তিতে তারা বলেছে, এদিন বাইডেনের টেলিফোন পেয়েছেন মোদি। দ্বিপাক্ষিক সম্পর্কের পাশাপাশি আঞ্চলিক ও বৈশ্বিক বিভিন্ন ইস্যুতে ‘বিস্তারিত’ আলাপ করেছেন দুই নেতা।

বাংলাদেশের বিষয় আলোচনার প্রসঙ্গে ধরে বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক এবং সংখ্যালঘু, বিশেষ করে হিন্দুদের নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিতের উপর জোর দিয়েছেন তারা।

নিজের এক্স হ্যান্ডলে (সাবেক টুইটার) বাইডেনের সঙ্গে আলাপের বিষয়টি নিশ্চিত করেছেন মোদি। তিনি লিখেছেন, আজ মার্কিন প্রেসিডেন্ট বাইডেনের সঙ্গে ফোনালাপ হয়েছে। এ সময় ইউক্রেন পরিস্থিতিসহ আঞ্চলিক ও বৈশ্বিক নানা বিষয়ে আমরা বিশদে মতবিনিময় করেছি।

এক্সে ভারতের প্রধানমন্ত্রী আরও লেখেন, বাংলাদেশ পরিস্থিতি নিয়েও আমরা আলোচনা করেছি এবং দেশটিতে দ্রুত স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনার প্রয়োজনীয়তার ওপর জোর দিয়েছি। পাশাপাশি বাংলাদেশের সংখ্যালঘু—বিশেষ করে হিন্দুদের নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে আলোচনা হয়েছে।

উল্লেখ্য, তুমুল গণ-আন্দোলনের মধ্যে গত ৫ অগাস্ট বাংলাদেশে শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ সরকারের পতন ঘটেছে। সেদিন থেকে শেখ হাসিনা ভারতে অবস্থান করছেন।
নবীনতর পূর্বতন