The Ambassador News                                       দি অ্যাম্ব্যাসাডর নিউজ

সকল কণ্ঠের প্রতিনিধি

সর্বাধিক পঠিত

আনসার-শিক্ষার্থীদের সংঘর্ষ, আহত ২০

সচিবালয় এলাকায় আন্দোলনরত আনসার সদস্য ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ চলছে। এতে একজন আনসার সদস্যসহ অন্তত ২০ জন শিক্ষার্থী আহত হয়েছেন বলে জানা গেছে। আহতদের কয়েকজনকে  হাসপাতালে নিতে দেখা গেছে। রবিবার (২৫ আগস্ট) রাত সাড়ে নয়টার পর এ সংঘর্ষ শুরু হয়।

ছবি: সঙ্গগৃহীত 

প্রত্যক্ষদর্শীরা জানান, রাত সাড়ে নয়টার দিকে ছাত্ররা সচিবালয়ের সামনে আসলে উভয়পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় ইটপাটকেলের আঘাতে বেশ কয়েকজন আহত হন।

প্রত্যক্ষদর্শীর মতে বন্যার জন্য যাওয়া ত্রানবাহী ট্রাক আটকে দেন আনসাররা এবং সেইসাথে সমন্বয়কদের আটকে রাখা হয় তাদের দাবী আদায়ের লক্ষ্যকে সামনে রেখে। এসব  কেন্দ্র করে সংঘর্ষ বাধে শিক্ষার্থীদের সাথে। 

চাকরি জাতীয়করণের দাবিতে আজ রবিবার বেলা ১২টা থেকে সচিবালয় অবরোধ করেন আনসার সদস্যরা।

সূত্র: কালের কণ্ঠ। 

নবীনতর পূর্বতন