The Ambassador News                                       দি অ্যাম্ব্যাসাডর নিউজ

সকল কণ্ঠের প্রতিনিধি

সর্বাধিক পঠিত

পাকিস্তান ‘এ’ দলের সঙ্গে ড্র করলেন মুশফিকরা

দি অ্যাম্বাসাডর নিউজডেস্কঃ


পাকিস্তানের বিপক্ষে জাতীয় দলের টেস্ট সিরিজকে সামনে রেখে দেশটির ‘এ’ দলের বিপক্ষে চারদিনের ম্যাচ খেলছে বাংলাদেশ ‘এ’ দল। দুই দলের মধ্যকার প্রথম চারদিনের ম্যাচটি ড্র হয়েছে।

চারদিনের ম্যাচে স্বাগতিকরা দাপট দেখালেও শেষ পর্যন্ত ড্র আদায় করে নিতে সমর্থ হয়েছে বাংলাদেশ দল। প্রথম ইনিংসে ২৪৫ রানের বড় লিড পেয়েছিল পাকিস্তান ‘এ’ দল। কিন্তু বৃষ্টিতে তৃতীয় দিনের খেলায় বিঘ্ন ঘটলে ম্যাচ বাঁচানোর পথ খুঁজে পায় বাংলাদেশ।

ছবিঃ সংগৃহীত

চতুর্থ দিনে খেলতে নেমে নাঈম-জাকিররা ৫ উইকেটে ১৫৩ রান তুলতেই শেষ হয় দিনের খেলা। তাতে ড্র নিয়েই সন্তুষ্ট থাকতে হয়েছে দুই দলকে।


আলোকস্বল্পতায় শেষ দিনের খেলা বেশ আগেভাগেই শেষ হয়েছে। মাত্র ৩৯.২ ওভার খেলার পরই আম্পায়াররা স্টাম্পসের ঘোষণা দেন।

এদিন বাংলাদেশের হয়ে লেজের সারির ব্যাটাররা আগে ব্যাট করেন। মুশফিক-জয় ব্যাটিংয়ে নামেননি। দলীয় সর্বোচ্চ ৫৫ রান এসেছে স্পিনার নাঈম হাসানের ব্যাটে। ওপেনার জাকির হাসান করেছেন ৩৩ রান।

এর আগে চারদিনের টেস্টের প্রথম ইনিংসে বাংলাদেশ ‘এ’ দল গুটিয়ে যায় ১২২ রানে। সেই রান টপকে ৪ উইকেটে ৩৭৭ রানের পাহাড় গড়ে পাকিস্তান ‘এ’। পাকিস্তানের হয়ে একাই ১৭৭ রানের ম্যারাথন ইনিংস খেলেন উমর আমিন। শেষ পর্যন্ত তার হাতেই উঠেছে ম্যাচসেরার পুরস্কার।

নবীনতর পূর্বতন