বিশেষ প্রতিবেদকঃ
অলিম্পিক ফুটবলের কোয়ার্টার ফাইনালে ফ্রান্সের কাছে হেরে বিদায় নিল আর্জেন্টিনা। এদিকে ম্যাচ শেষে হাতাহাতিতেও জড়িয়ে পড়েন দুদলের ফুটবলাররা।
ছবি: The Independent
কাতার বিশ্বকাপ ফাইনালের পর থেকে আর্জেন্টিনা-ফ্রান্স ম্যাচ মানেই উত্তেজনা। মাঠের বাইরে ঝামেলায় জড়ানোর গল্পও রয়েছে। কোপা আমেরিকার ফাইনালের পরে ফ্রান্সের ফুটবলারদের নিয়ে কটাক্ষ করেছিলেন আর্জেন্টাইন ফুটবলার এনজো ফার্নান্দেজ। এর রেশ ছড়িয়ে পড়ে অলিম্পিকের কোয়ার্টার ফাইনালেও।
জানা যায়, ফ্রান্স ঘরের মাঠ বের্দোয় খেলতে নেমে ম্যাচ শেষের পরে ফরাসিরা আনন্দ-উল্লাস শুরু করে দেন। ফ্রান্সের ফুটবলাররাও এতে যোগ দেন। এ সময়ে ফ্রান্সের ফুটবলার এনজো মিলোট আর্জেন্টিনার ডাগ আউট লক্ষ্য করে অশ্লীল অঙ্গভঙ্গি করেন।
আর্জেন্টিনার ফুটবলাররা এতে রেগে যান। পরিস্থিতি হয়ে ওঠে উত্তপ্ত। দুদলের ফুটবলারদের মধ্যে শুরু হয় সংঘর্ষ। ঝামেলায় জড়িয়ে পড়েন দুদলের কোচ-কর্তারাও। মাঠের উত্তেজনা ছড়িয়ে পড়ে গ্যালারিতে। তবে পুলিশ সতর্ক থাকায় বেশিদূর এগোয় নি।
খেলার ৫ মিনিটে জিন ফিলিপ মাতেটার গোলে এগিয়ে যায় ফ্রান্স। কর্নার থেকে দুর্দান্ত হেডে ফ্রান্সকে এগিয়ে দেন মাতেতা। এরপর আর্জেন্টিনা চেষ্টা করলেও সমতা ফেরাতে পারেনি। অন্যদিকে ফ্রান্সও ব্যবধান বাড়ানোর সুযোগ পেয়েছিল। খেলার শেষভাগে লালকার্ড দেখেন ফ্রান্সের এনজো মিলট। মঙ্গলবার শেষ চারে ফ্রান্সের প্রতিপক্ষ মিশর।