অনলাইন ডেস্কঃ
সম্প্রতি ছাত্র-জনতা অভ্ভুথ্থানে দেশের ইতিহাসে এক নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গঠিত হয়েছে নতুন অন্তর্বর্তীকালীন সরকার। তবে বিজয় উদযাপন ও নতুন "স্বপ্নের বাংলাদেশ" গঠনের সূচনালগ্নেই দেখা দিয়েছে ভয়াল প্রাকৃতিক দূর্যোগ-বন্যা। এমন উদ্ভুত পরিস্থিতিতে দেশ পূনর্গঠনে কাজ করছে দেশবাসী ও বিভিন্ন সচেতনতা মূলক সংগঠন। তেমনই ময়মনসিংহে সাধারণ শিক্ষার্থী জনতার একটি সংগঠন "রঙ মশাল"।
আজ ৩০ শে আগস্ট (শুক্রবার) নগরীর টাউন হল এলাকায় "রঙ মশাল" এর আয়োজনে এশিয়ান মিউজিক মিউজিয়ামে আয়েজিত হয় দুদিনব্যাপী অনুষ্ঠান ও প্রদর্শনী " বাঁধ ভেঙে দাও"। বিভিন্ন চিত্র শিল্প প্রদর্শনের পাশাপাশি এতে গান, মোমবাতি প্রজ্বলনের আয়োজন করা হয়। স্কুল,কলেজ, বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষের অংশ গ্রহণে মুখরিত হয়ে উঠে মিউজিয়ামটি। পাশাপাশি অনুষ্ঠানে আমন্ত্রিত হন সমাজের বিভিন্ন সুশীল ব্যক্তিবর্গ।
অনুষ্ঠান দেখতে আসা ঢাবি শিক্ষার্থী রিদওয়ানুল হাসান বলেন, এমন আয়োজন জনমনে সচেতনতা সৃষ্টিতে গুরুত্বপূর্ণ। চিত্রশিল্প ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে বিভিন্ন বিষয় তুলে ধরা হয়েছে। " রং-মশাল" এর এমন উদ্যোগ নিশ্চয়ই প্রশংসনীয়। আশা করি তারা এমন আয়োজন ভবিষ্যতেও চালু রাখবে।
আমন্ত্রিত অতিথি ছিলেন শিহাবুল হক, রজন আহমেদ,রেজাউল করিম আসলাম, হুসাইন ফারুকী। তারা বলেন, এ ধরনের আয়োজন মানুষের মনে চিন্তাশীলতা, রুচিশীলতার উদ্রেক ঘটাতে সক্ষম। সম্প্রতি ঘটে যাওয়া ঘটনাসমূহের আলোকে এমন আয়োজন মানুষকে দেশের জন্য কাজ করতে উৎসাহিত করবে।
অনুষ্ঠান সম্পর্কে আয়োজনের অন্যতম সমন্বয়ক বুয়েট শিক্ষার্থী ইশরাক নুর বলেন, রংমশাল আসলে কোনো ক্লাব না। এটা একটা কমিউনিটি। এর শুরুটা হয়েছে আসলে প্রয়োজন থেকে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় আমরা গ্রাফিতি থেকে শুরু করে,নাটক মঞ্চস্থ ইত্যাদি বিভিন্ন ভাবে, বিভিন্ন উদ্যোগে কাজ করার চেষ্টা করেছি। পরবর্তীতে বন্যার জন্য আমরা ত্রাণ কার্যক্রম ত্বরান্বিত করতে অর্থ উত্তোলন করে বিভিন্ন ফাউন্ডেশনের মাধ্যমে তা পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেছি। এছাড়া ক্ষুদ্র নৃগেষ্ঠীদের কাছে খাগড়াছড়িতে ত্রান পৌঁছে দেয়ার জন্যেও আমরা কাজ করেছি। আমরা চাই শিল্পের মাধ্যমে সবার কাছে বার্তা পৌঁছে দিতে, পাশাপাশি সমাজের মানুষের জন্য কিছু করতে। কেউ যদি এমন কাজে আমাদের সঙ্গে যুক্ত হতে চায় তাহলে অবশ্যই আমরা তাকে স্বাগত জানাই।