The Ambassador News                                       দি অ্যাম্ব্যাসাডর নিউজ

সকল কণ্ঠের প্রতিনিধি

সর্বাধিক পঠিত

গোপালগঞ্জে সেনাসদস্যদের ওপর হামলা, আইএসপিআরের বিজ্ঞপ্তি


শনিবার গোপালগঞ্জে আওয়ামী লীগের বিক্ষোভ কর্মসূচি থেকে সেনাবাহিনীর টহল গাড়িতে আগুন দেয়া হয়েছে। হামলা চালানো হয়েছে সেনা সদস্যদের ওপরেও। এতে ৩ কর্মকর্তাসহ ৯ সেনা সদস্য আহত হয়।

‘ক্ষমতাচ্যুত শেখ হাসিনাকে দেশত্যাগে বাধ্য করা হয়েছে’ এমন দাবিতে বিক্ষোভ কর্মসূচি করে গোপালগঞ্জের আওয়ামী লীগ সমর্থকরা। এসময় তারা ঢাকা-গোপালগঞ্জ মহাসড়ক অবরোধ করলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দুটি টহল দল পাঠায় সেনাবাহিনী। কিন্তু, বিক্ষোভকারীরা দেশীয় অস্ত্র দিয়ে সেনাবাহিনীর ওপর আঘাত করে, পুড়িয়ে দেয়া হয় সেনাবাহিনীর একটি গাড়ি। এই ঘটনায় সেনা সদস্য, সংবাদকর্মী, সাধারণ মানুষসহ অন্তত ১৫ জন আহত হয়।

এদিকে এই বিষয়ে শনিবার রাতে বিজ্ঞপ্তি দিয়েছে আইএসপিআর। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বিক্ষোভকারীরা সেনাবাহিনীর একটি গাড়ি পুড়িয়ে দেন এবং দুটি গাড়ি ভাঙচুর করেন। এ সময় বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য সেনা টহল দল চার রাউন্ড অ্যামোনিশন ফায়ার করে।

আইএসপিআর জানায়, পরিস্থিতির তীব্রতা পরিলক্ষিত হওয়ায় ইতোমধ্যে ঘটনাস্থলে অতিরিক্ত সেনা মোতায়েন করা হয়েছে।


নবীনতর পূর্বতন