The Ambassador News                                       দি অ্যাম্ব্যাসাডর নিউজ

সকল কণ্ঠের প্রতিনিধি

সোনারগাঁয়ে দুই ভাইকে কুপিয়ে হত্যা চেষ্টা


ছবি : যায়যায়দিন




নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে দুই ভাইকে কুপিয়ে হত্যা চেষ্টা করেছে স্থানীয় সন্ত্রাসীরা। আধিপত্য বিস্তার ও পূর্ব শত্রুতার জের ধরে সনমান্দি ইউনিয়নের জাইদেরগাঁও এলাকায় মঙ্গলবার দিবাগত রাত দেড়টার দিকে এ ঘটনা ঘটে।

এ সময় ঘটনাস্থল থেকে অবিষ্ফোরিত দু'টি ককটেল ও কাটার মেশিন উদ্ধার করা হয়। আহত শেখ ফরিদ(৩০) ও হালিম(২৮) উপজেলার সনমান্দি ইউনিয়নের জাইদেরগাঁও গ্রামের জসিম উদ্দিনের দুই ছেলে।

আহতদের ঢাকা মেডিকেল কলেজ ও পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়েছে। এঘটনায় বুধবার সোনারগাঁ থানায় আহতদের ভাবি জান্নাতুল ফেরসৌস রিমু বাদি হয়ে সোনারগাঁ থানায় অভিযোগ দায়ের করেছেন।


অভিযোগ সুত্রে জানা যায়, গত ২৮শে আগষ্ট গভীর রাতে শেখ ফরিদ(৩০) ও হালিম(২৮)কে হত্যার উদ্দেশ্যে তাদের বাড়ির ছাদে দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে স্থানীয় সন্ত্রাসী বাহিনী আনোয়ার হোসেন, ইকবাল হোসেন, জুয়েল, ওসমান, মাহাবুব, রিফাত, খোকন, ফাহাদ, রাসেল, মোশাররফ, জামাল, ফারুকসহ অজ্ঞাত ১০/১২ জন উৎপেতে থাকে। রাতে তার বাসায় আসলে দুই ভাইকে গেইটের সামনে এলোপাতাড়ি কুপিয়ে রক্তাক্ত জখম করে।


কাপ্তাইয়ে ব্যাটালিয়নের উদ্যোগে বিনামুল্য চিকিৎসা সেবা প্রদান


ঘটনাস্থলে অভিযোগকারী তাদের বাঁধা দিতে গেলে তাকে শ্লীলতাহানি করা হয়। এসময় তার গলায় থাকা ১ভরি স্বর্ণের চেইন নিয়ে যায়, যার আনুমানিক মূল্য ১ লক্ষ টাকা। পরে ভুক্তভোগীদের ডাক-চিৎকারে এলাকাবাসী এগিয়ে আসলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। পরে ঘটস্থাল থেকে দুইটি অবিষ্ফোরিত ককটেল ও একটি বড় কাটার প্লাশ উদ্ধার করা হয়৷ এবিষয়ে ভুক্তভোগীর বাবা জসিমউদ্দিন জানান, রাত ১.৩০ টার দিকে একদল সন্ত্রাসী বাহিনী তাদের হত্যার উদ্দেশ্যে বাসায় হামলা দেন।


কিন্তু তার ছেলে শেখ ফরিদ ও হালিম বাঁধা দিলে দুই জনকে এলোপাতাড়ি কুপিয়ে রক্তাক্ত জখম করে। স্থানীয় সন্ত্রাসীরা এলাকায় চিহ্নিত মাদক ব্যবাসী। তারা পূর্বে আ'লীগের রাজনীতি সাথে জড়িত ছিলো এখন বিএনপি নেতা টিটুর শেল্টারে এলাকায় একচ্ছত্র আধিপত্য বিস্তারের জন্য এ হত্যা চেষ্টা করে। আহত দুই ছেলে এখন মুমূর্ষু অবস্থায় হাসপাতালে আছে। এসময় তিনি প্রশাসনের কাছে সুষ্ঠু তদন্তের মাধ্যমে জড়িতদের কঠোর শাস্তির দাবী করেন।


ভুক্তভোগীর ভাবী জান্নাতুল ফেরদৌস রিমু বলেন, গভীর রাতে যখন ব্যবসায়ীক কাজ শেষে আমার দেবর শেখ ফরিদ বাসায় আসেন তখন পূর্ব থেকেই উৎপেতে থাকা সন্ত্রাসীরা আমার দুই দেবরকে বাসার উঠানে অতর্কিতভাবে হত্যার এলোপাতাড়ি কুপিয়ে রক্তাক্ত জখম করে। তাদের চিৎকারের শব্দ শুনে ঘটনাস্থলে গেলে আমাকে শ্লীলতাহানি করে এবং আমার গলায় থাকা ১ টি স্বর্ণের চেইন ছিনিয়ে নিয়ে যায়। অভিযুক্ত আনোয়ার জানান, এঘটনার সাথে আমরা জড়িত নই, তারা দুই ভাই একে অপরের সাথে ঝগড়া করে এসব ঘটনা ঘটিয়েছে। এখন আমাদের ফাঁসানো হচ্ছে।

সোনারগাঁ থানার পরিদর্শক(তদন্ত) মো. মহসিন বলেন, দুই ভাই আহত হওয়ার ঘটনায় অভিযোগ গ্রহন করা হয়েছে। পুলিশ তদন্ত করে সঠিক প্রমাণ সাপেক্ষে মামলা গ্রহন করবে।
নবীনতর পূর্বতন