দি অ্যাম্ব্যাসাডর নিউজ ডেস্ক
সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের চারজন বিচারপতিকে আপিল বিভাগে নিয়োগ দেওয়া হয়েছে।
সোমবার (১২ আগস্ট) রাষ্ট্রপতি বাংলাদেশের সংবিধানের ৯৫(১) অনুচ্ছেদে দেওয়া ক্ষমতাবলে এ নিয়োগ দিয়েছেন বলে আইন ও বিচার বিভাগের এক প্রজ্ঞাপনে জানানো হয়েছে।
বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী, বিচারপতি সৈয়দ মোহাম্মদ জিয়াউল করিম, বিচারপতি মো. রেজাউল হক ও বিচারপতি এস এম এমদাদুল হক আপিল বিভাগের বিচারপতি হিসেবে নিয়োগ পেয়েছেন।
এই নিয়োগ শপথ নেওয়ার তারিখ থেকে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে জানানো হয়েছে।