The Ambassador News                                       দি অ্যাম্ব্যাসাডর নিউজ

সকল কণ্ঠের প্রতিনিধি

সর্বাধিক পঠিত

বৃহস্পতিবার থেকে চলবে আন্তঃনগর ট্রেন


প্রায় এক মাস বন্ধ থাকার পর আগামী ১৫ আগস্ট (বৃহস্পতিবার) থেকে চলবে আন্তঃনগর ট্রেন। সোমবার থেকে শুরু হবে মালবাহী ট্রেন চলাচল। এদিন বিকেল ৫টায় শুরু হবে আন্তঃনগর ট্রেনের টিকিট বিক্রি। মঙ্গলবার থেকে চলবে মেইল, লোকাল ও কমিউটার ট্রেন। 


রোববার রেলওয়ের পরিচালক মো. নাহিদ হাসান খান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। তবে পারাবত ও জামালপুর এক্সপ্রেস ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ থাকবে।


ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে গত ৫ আগস্ট পতন হয়েছে শেখ হাসিনার সাড়ে ১৫ বছরের কর্তৃত্ববাদী শাসনের। ছাত্র-জনতার গণঅভ্যুত্থান ঠেকাতে গত ১৮ জুলাই মেট্রোরেল এবং আন্তঃনগর ট্রেন চলাচল বন্ধ করে সরকার। 

রেল এবং সড়ক উভয় মন্ত্রণালয় নিজের হাতে রেখেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। 


রোববার রেল সচিব ড. হুমায়ুন সরকারের উচ্চপর্যায়ে যোগাযোগ করার পর ট্রেন চালুর বিষয়ে সিদ্ধান্ত আসে। যেসব যাত্রী ১৮ জুলাইয়ের আগে টিকিট কিনেও যাত্রা করতে পারেননি, তারা সোমবার বিকেল থেকে পরবর্তী ১০ দিনের মধ্যে টাকা ফেরত পাবেন। 

সূত্রঃ সমকাল

নবীনতর পূর্বতন