দি অ্যাম্বাসাডর নিউজ
ইমরান খানের মুক্তির দাবিতে চলমান পাকিস্তানের আন্দোলনের মাঝেই পাকিস্তানের ইন্টারনেট সেবা নিয়ে জটিলতা দেখা দিয়েছে। যার ফলে দেশটির সাধারণ নাগরিক এবং ব্যবসা প্রতিষ্ঠান সহ লাখ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছেন। যারা সব ধরনের বিল থেকে শুরু করে মুদি দোকানের কেনাকাটা পর্যন্ত অনলাইনে করে থাকেন, তারা বেশভোগান্তিতে পড়েছেন।
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও প্রধান বিরোধী দল তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) চেয়ারম্যান ইমরান খানকে আল-কাদির ট্রাস্ট দুর্নীতি মামলায় গ্রেপ্তার করা হয়েছে।
ইমরান খানকে গ্রেপ্তারের পরপরই লাহোর সহ পুরো পাকিস্তান জুড়ে আন্দোলন শুরু হয়। এতে অসংখ্য মানুষ অংশ নেয়।
তবে পাকিস্তান টেলিকমিউনিকেশন কোম্পানি সূত্র জানায়, সাবমেরিন ক্যাবলে ক্ষতিগ্রস্থ হওয়ায় এমন সমস্যা হতে পারে। এ ব্যাপারে পাকিস্তান টেলিকমিউনিকেশন অথোরিটির চেয়ারম্যান হাফিজুর রহমানকে তলব করে ব্যাখ্যা জানতে চাওয়া হয়েছে।
সূত্রঃ Pakistan Today