The Ambassador News                                       দি অ্যাম্ব্যাসাডর নিউজ

সকল কণ্ঠের প্রতিনিধি

সর্বাধিক পঠিত

কুয়েটে শুরু হচ্ছে স্বয়ংক্রিয় পদ্ধতিতে হলের সিট বণ্টন প্রক্রিয়া

সামীউল আলীম অর্ণব,কুয়েট প্রতিনিধিঃ

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে(কুয়েট) আবাসিক হলের আসন বন্টন/বাতিল সংক্রান্ত বিষয় স্বয়ংক্রিয় পদ্ধতিতে করার জন্য উদ্যোগ গ্রহণ করা হচ্ছে। গত মঙ্গলবার প্রকাশিত রেজিস্ট্রার এর স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ বিষয়টি জানানো হয়।


ছবিঃ সংগৃহীত


এতে বলা হয়, শীঘ্রই একটি কমিটি গঠন করে কার্যক্রম শুরু করা হবে। পাশাপাশি পূর্বে যে সকল শিক্ষক হল প্রভোস্ট/সহকারী প্রভোস্ট হিসেবে দায়িত্ব পালন করেছেন তাঁদের এবং প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের নিকট থেকেও সহযোগিতা চাওয়া হয় ।

এ ব্যাপারে নাম প্রকাশে অনিচ্ছুক চতুর্থ বর্ষের এক শিক্ষার্থী জানান, ইতিপূর্বে হলের সিট বানিজ্য নিয়ন্ত্রন করত হলের ছাত্রলীগ এর নেতারা এতে অনেকেই সিট পাওয়ার যোগ্যতা থাকলেও সিট থেকে বঞ্চিত হত। সকল সিট নিজেদের অনুগত নেতাকর্মীদের মধ্যে বণ্টন করত ছাত্রলীগ। সাধারণ শিক্ষার্থীদের অনেকের আর্থিক সমস্যা থাকলেও হলে সিট পেতেন না তারা। বাধ্য হয়ে বেশি টাকা দিয়ে বাইরে মেসে থাকতে হত যেখানে নিরাপত্তার ঝুঁকি অনেক বেশি।

এছাড়াও এর ফলে সাধারণ ছাত্রদের এই দুর্দিন লাঘব পাবে বলে আশা ব্যক্ত করেন তিনি। পাশাপাশি তিনি নামে-বেনামে হল ডিউজে অতিরিক্ত টাকা আদায় করার ব্যাপারেও সমাধান চান বলে জানান।


নবীনতর পূর্বতন