রাওয়ালপিন্ডি টেস্টের দ্বিতীয় দিনের শেষ বিকেলে ইনিংস ঘোষণা করলো পাকিস্তান। বাংলাদেশকে শেষ সেশনে বেশ সতর্ক হয়েই খেলতে হবে।
পাকিস্তান থেমেছে ৬ উইকেটে ৪৪৮ রান করে। মোহাম্মদ রিজওয়ানের ডাবল সেঞ্চুরির সুযোগ ছিল। কিন্তু তাকে অপরাজিত ১৭১ রানে রেখেই দলীয় ইনিংসের ইতি টানেন অধিনায়ক শান মাসুদ। ২৩৯ বলের ইনিংসে ১১টি চার আর ৩টি ছক্কা হাঁকান রিজওয়ান। সঙ্গে ২৪ বলে ২৯ রানে অপরাজিত ছিলেন শাহিন শাহ আফ্রিদি।