The Ambassador News                                       দি অ্যাম্ব্যাসাডর নিউজ

সকল কণ্ঠের প্রতিনিধি

পাচার হওয়া অর্থ ফেরাতে সুইজারল্যান্ডের সহযোগিতা চেয়েছেন ড. ইউনূস


বাংলাদেশ থেকে পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনতে সুইজারল্যান্ডের সহযোগিতা চেয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার (২৯ আগস্ট) দেশটির রাষ্ট্রদূত রেতো রেংগলির সাথে সৌজন্য সাক্ষাতে এ সহযোগিতা চান তিনি।


বাংলাদেশ থেকে বিপুল পরিমাণ অর্থ পাচার হয়েছে উল্লেখ করে ড. ইউনূস বলেন, পাচারের অর্থ ফেরত আনা খুবই জরুরি। এ সময় সুইস রাষ্ট্রদূতের এর উপায় সম্পর্কে জানতে চান তিনি।


সুইস রাষ্ট্রদূত বলেন, সুইজারল্যান্ড সবসময় বিশ্বব্যাপী স্বীকৃত প্রক্রিয়া ও মানদণ্ড মেনে সহযোগিতা করতে ইচ্ছুক। অন্তর্বর্তী সরকারকে সমর্থন করবে সুইজারল্যান্ড। তাছাড়া, দ্বিপাক্ষিক অর্থনৈতিক সম্পর্ক আরও শক্তিশালী করতে আগ্রহী তার দেশ।


রাষ্ট্রদূত আরও বলেন, বাংলাদেশে ব্যবসার পরিবেশ আরও উন্নত হবে। এ সময় মিয়ানমারের রাখাইন রাজ্যের বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বেগও প্রকাশ করেন তিনি।


ড. ইউনূস বলেন, অন্তর্বর্তী সরকার রোহিঙ্গা ক্যাম্পে তরুণ নেতৃত্ব গড়ে তুলতে চায়।


/আরএইচ


 





নবীনতর পূর্বতন