The Ambassador News                                       দি অ্যাম্ব্যাসাডর নিউজ

সকল কণ্ঠের প্রতিনিধি

সর্বাধিক পঠিত

সারা দেশে পুলিশ-আওয়ামী লীগের সঙ্গে আন্দোলনকারীদের সংঘর্ষ, নিহত ১০১, 'লংমার্চ টু ঢাকা' আগামীকাল

 

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকে আজ রোববার থেকে অসহযোগ কর্মসূচি চলছে। সরকার পতনের এক দফা দাবিতে আন্দোলনরতদের সঙ্গে পুলিশ ও আওয়ামী লীগের সংঘর্ষে বিভিন্ন জেলায় নিহতের সংখ্যা একশ পার হয়েছে। 

ঢাকায় প্রাণ গেছে ১০ জনের ,সিরাজগঞ্জে ১৩ পুলিশসহ ২২, লক্ষ্মীপুরে ১১, ফেনীতে ৮, নরসিংদীতে ৬ আওয়ামী লীগ নেতা, সিলেটে ৬, কিশোরগঞ্জে আওয়ামী লীগের তিনজনসহ ৫, রংপুরে ৫, মাগুরায় ৪, বগুড়ায় ৩, মুন্সীগঞ্জে ৩, পাবনায় ৩, কুমিল্লায় পুলিশসহ ৩, শেরপুরে ৩, জয়পুরহাটে ২, বরিশালে এক আওয়ামী লীগ নেতা, গাজীপুর, কুড়িগ্রাম, কক্সবাজার, ভোলা, টাঙ্গাইলে ও হবিগঞ্জে একজন করে রয়েছেন। ঢাকার পাশের কেরানীগঞ্জে এক আওয়ামী লীগ নেতা, সাভারের আশুলিয়া ও ধামরাইয়ে একজন করে নিহত হয়েছেন, এ নিয়ে এখনো অব্দি মোট মৃত্যুর সংখ্যা ১০১। এছাড়া আহত হয়েছেন কয়েক শত মানুষ।

এদিকে আগামীকাল সোমবার 'লংমার্চ টু ঢাকা' কর্মসূচি ঘোষণা করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। 

সূত্রঃ দ্য ডেইলি স্টার, মানবজমিন

নবীনতর পূর্বতন