দি অ্যাম্বাসাডর নিউজঃ
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) শাহবাগ থানায় কর্মরত নিরস্ত্র পুলিশ পরিদর্শক (অপারেশন) মো. আরশাদ হোসেনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
আজ সোমবার (১৯ আগস্ট) ডিএমপির পুলিশ কমিশনার মো. মাইনুল হাসান স্বাক্ষরিত এক অফিস আদেশে তাকে সাময়িক বরখাস্ত করা হয়। কোটা সংস্কার আন্দোলনে আন্দোলনকারী শিক্ষার্থীর মুখ চেপে ধরেন তিনি। মুখ চেপে ধরা ছবিটিকে কেন্দ্র করে গোটা দেশ জুড়ে শুরু হয় তীব্র সমালোচনা ও ক্ষোভ।
ডিএমপি জানায়, ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) শাহবাগ থানায় কর্মরত পুলিশ পরিদর্শক মো. আরশাদ হোসেনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। গতকাল ১৮ আগস্ট বিকেল থেকে সাময়িক বরখাস্ত করা হয়। গত ৩১ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ‘মার্চ ফর জাস্টিস’ কর্মসূচিতে ঢাকার নিউ মডেল ডিগ্রি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী নাহিদুল ইসলামের মুখ চেপে ধরেন তিনি।
খবরঃ কালেরকন্ঠ