দি অ্যাম্বাসেডর নিউজ ডেস্কঃ
প্রদীপ প্রজ্জ্বলন স্টামফোর্ড শিক্ষার্থীদের |
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পূর্বঘোষিত কর্মসূচীর অংশ হিসেবে
গ্রাফিতি অঙ্কন, দেয়াল লিখন,,সংগীত পরিবেশন
শহীদের স্মরণে মোমবাতি প্রজ্জ্বলন ও
মশাল মিছিল কর্মসূচী পালন করেছেন স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
বৃ্হস্পতিবার (১ আগস্ট) বৃষ্টির বাধা উপেক্ষা করে শিক্ষার্থীরা
৯ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে গ্রাফিতি অঙ্কনের মাধ্যমে
প্রতিবাদ জানিয়ে তাদের কর্মসূচি শুরু করে। ।এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকমন্ডলী ও বিভিন্ন বিভাগের প্রায় শতাধিক শিক্ষার্থী।
সন্ধ্যায় ৭ ঘটিকায় শিক্ষক ও শিক্ষার্থীরা মোমবাতি জ্বালিয়ে ও
গান গেয়ে শহীদদের স্মরণ করেন। সেখানে "পূর্ব দিগন্তে সূর্য উঠেছে রক্ত লাল রক্ত
লাল রক্ত লাল", "মুক্তিরও মন্দিরও সোপানও তলে কত প্রাণ হলো বলিদান"
গান গেয়ে সকলে শহীদদের স্মরণ ও সম্মান প্রদর্শন করেন।একইসাথে আন্দোলনকে আরও জোরদার
করার আহবান জানান।
এরপর শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের
সামনে থেকে একটি মশাল মিছিল বের করে। এই মিছিল সিদ্ধেশরী এলাকা প্রদক্ষিণ করে।বিশ্ববিদ্যালয়ের
বিভিন্ন বিভাগের প্রায় শতাধিক শিক্ষার্থী এই আন্দোলনে অংশগ্রহণের মাধ্যমে তাদের একাত্মতা
প্রদর্শন করে।