The Ambassador News                                       দি অ্যাম্ব্যাসাডর নিউজ

সকল কণ্ঠের প্রতিনিধি

সর্বাধিক পঠিত

নজরুল বিশ্ববিদ্যালয়ের ভিসি সৌমিত্র শেখরের পদত্যাগ


শিক্ষক, কর্মচারী ও শিক্ষার্থীদের বিক্ষোভের মুখে পদত্যাগ করেছেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সৌমিত্র শেখর।


বুধবার (১৪ আগস্ট) দুপুরে শিক্ষা মন্ত্রণালয়ের কাছে পদত্যাগপত্র পাঠান তিনি। এতে ব্যক্তিগত কারণ দেখিয়েছেন তিনি।


 

এর আগে উপাচার্য সৌমিত্র শেখরের পদত্যাগের দাবিতে বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বিক্ষোভ মিছিল করেন শিক্ষার্থীরা। এরপর শিক্ষকদের ডরমিটরি এবং ভিসি বাংলোতে তালা মেরে দেন তারা।

 

এ সময় উপাচার্য ছাড়াও উপাচার্যের একান্ত অনুগত হিসেবে পরিচিত বিশ্ববিদ্যালয়টির কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আতাউর রহমান, রেজিস্ট্রার কৃষিবিদ ড. হুমায়ুন কবির, পরিকল্পনা, উন্নয়ন ও ওয়ার্কস দপ্তরের পরিচালক প্রকৌশলী মোঃ হাফিজুর রহমান, প্রকল্প পরিচালক প্রকৌশলী জোবায়ের হোসেন এবং পরিবহন প্রশাসক ড. মো. আরিফুর রহমানের পদত্যাগের দাবি করেন শিক্ষার্থীরা।

 

এছাড়া জরুরি সিন্ডিকেট ডেকে বিশ্ববিদ্যালয়টিতে ছাত্র, শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীদের দলীয় রাজনীতি আজীবনের জন্য নিষিদ্ধ এবং পরবর্তীতে দলীয় রাজনীতির অপচেষ্টা করলে শাস্তির বিধানের দাবি জানান আন্দোলনকারীরা। সেইসঙ্গে ৭ আগস্ট বিশ্ববিদ্যালয়ের চার প্রশাসনিক পদে রদবদলকে প্রহসন আখ্যা দিয়ে অফিস আদেশ বাতিল করে শিক্ষার্থীদের সঙ্গে আলোচনাপূর্বক নিয়োগের দাবি জানানো হয়। এসব দাবি মেনে না নিলে কঠোর আন্দোলনে যাওয়ারও হুঁশিয়ারি দেন শিক্ষার্থীরা।

 

এদিকে, উপাচার্যের পদত্যাগের দাবিতে শিক্ষার্থীদের সঙ্গে আন্দোলনে নামেন শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীরাও।

নবীনতর পূর্বতন