The Ambassador News                                       দি অ্যাম্ব্যাসাডর নিউজ

সকল কণ্ঠের প্রতিনিধি

সর্বাধিক পঠিত

ক্যাম্পাসে রাজনীতি বন্ধের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের 'প্রতীকী অনশন'


ক্যাম্পাসে রাজনীতি বন্ধের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে আজ সন্ধায় 'প্রতীকী অনশন' কর্মসূচি পালন করেন একদল শিক্ষার্থী। 

এসময় শিক্ষক, কর্মচারীর রাজনীতি বন্ধ এবং সুষ্ঠু পরিবেশের নিশ্চয়তাও দাবি করেন আন্দোলনকারীরা। ব্যানার, ফেস্টুন, প্ল্যাকার্ডে নানান লেখার মাধ্যমে দাবি উপস্থাপন করেন তারা। 

আন্দোলনকারী শিক্ষার্থী মেহেদি হাসান শিমুল দি অ্যাম্ব্যাসাডর নিউজকে জানান, যেহেতু ভিসি বা প্রক্টর কেউ নেই, তাই আপাতত 'প্রতীকী অনশন' করছি আমরা। আমাদের সুস্পষ্ট দাবিগুলো গণমাধ্যম এবং সকলের কাছে তুলে ধরতেই এই কর্মসূচি। নতুন ভিসি আসার পরও এই দাবি আদায় না হলে আমরা আমরণ অনশনে যাবো। 

এই বিষয়ে বাংলা বিভাগের এক শিক্ষার্থী বলেন, 'আমরা সবাই চাই একটা রাজনীতিবিহীন ক্যাম্পাস। এই নোংরা রাজনীতি আমাদের পড়াশোনা এমনকি জীবনধারণের জন্য হুমকিস্বরূপ।' 

আন্দোলন অব্যাহত থাকবে জানিয়ে দ্রুত সংশ্লিষ্টদের সুনজর দাবি করেন আন্দোলনকারীরা।
নবীনতর পূর্বতন