The Ambassador News                                       দি অ্যাম্ব্যাসাডর নিউজ

সকল কণ্ঠের প্রতিনিধি

সর্বাধিক পঠিত

সাফ অনুর্ধ-২০ ফুটবলে বাংলাদেশের জয়

দি অ্যাম্বাসাডর নিউজঃ

ছাত্র-জনতার আন্দোলনে আওয়ামী লীগ সরকারের পতনের পর এই প্রথম বিদেশের মাটিতে বাংলাদেশের কোনো ক্রীড়া দলের খেলা চলছে। নেপালের কাঠমান্ডুতে সাফ অনূর্ধ্ব–২০ চ্যাম্পিয়নশিপে আজ শ্রীলঙ্কার মুখোমুখি হয়েছেন বাংলাদেশের যুবারা।


ম্যাচের ১৮ মিনিটে লঙ্কানদের বিপক্ষে গোল করেই ছাত্র–জনতার আন্দোলনে প্রাণ হারানো শিক্ষার্থী আবু সাঈদ ও মীর মুগ্ধকে স্মরণ করেছেন বাংলাদেশ দলের মিরাজুল ইসলাম।

এই উদযাপনের জন্য হলুদ কার্ড দেখতে হয়

আজ নেপালে অনূর্ধ্ব–২০ সাফ চ্যাম্পিয়নশিপে নিজেদের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচের ১৮ মিনিটে গোল করে এগিয়ে যায় বাংলাদেশ। শ্রীলঙ্কার রক্ষণকে ফাঁকি দিয়ে রাব্বি হোসেন বক্সের মধ্যে ক্রস ফেললে মিরাজুল বাকি কাজটা সারেন।


গোল করেই জার্সির ওপর আলাদা একটি টি-শার্ট পরেন মিরাজুল। সাদা ওই টি-শার্টে কালো কালিতে লেখা ছিল, ‘মুগ্ধ এবং আবু সাঈদের স্মরণে/ মনে রেখো যুদ্ধ করে রক্ত দিয়ে দেশ পেয়েছি।'

পরবর্তীতে, নোভার আরব একটি গোলে ২-০ গোলে জয় পায় বাংলাদেশ।

এমনিতে আন্তর্জাতিক ফুটবলে যেকোনো ধরনের বার্তাকেই ‘অপরাধ’ হিসেবে দেখা হয়। এ ধরনের বার্তা দিলে হলুদ কার্ড দেখাই নিয়ম। মিরাজুলকেও তাই হলুদ কার্ড দেখিয়ে সতর্ক করেছেন রেফারি। তবে মিরাজুল হলুদ কার্ডের ঝুঁকি মাথায় নিয়ে জেনে–বুঝেই নিজের গোল উৎসর্গ করেছেন ছাত্র–জনতার অভ্যুত্থানের দুই আলোচিত ব্যক্তিকে।

খবর ঃ প্রথম আলো



নবীনতর পূর্বতন