প্রায় দেড় মাস বন্ধ থাকার পর খুলছে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়(কুয়েট)।
গত পহেলা জুলাই, শিক্ষক- কর্মচারী সার্বজনীন পেনশন স্কিম বাতিলের দাবীতে শিক্ষকদের কর্মবিরতি শুরু হয়। এতে অনির্দিষ্ট কালের জন্য বন্ধ হয় উক্ত বিশ্ববিদ্যালয়টি। পরবর্তীতে সরকার দাবি মেনে নিলেও কোটা সংস্কার আন্দোলন থেকে ছাত্র-জনতা অভ্ভুথ্থানে রুপ নেওয়ায় ও হল ভ্যাকেন্ট থাকায় বন্ধ ছিল ক্লাস পরীক্ষা। এসময় বন্ধ থাকে দেশের অন্যান্য বিশ্ববিদ্যালয় সমূহও।
তবে সরকার পতনের পর শিক্ষাঙ্গনের সেই স্থবিরতা ধীরে ধীরে কাটতে শুরু করেছে। একে একে খুলতে শুরু করেছে বিশ্ববিদ্যালয়গুলো। সেই ধারাবাহিকতায় আগামী রবিবার থেকে এক বিবৃতিতে ক্লাস শুরুর ঘোষণা দিয়েছে কুয়েট কর্তৃপক্ষ।
এতে বলা হয়, আগামী ২১শে আগস্ট, বুধবার হতে আবাসিক হল সমূহ খুলে দেওয়া হবে ও ২৫ শে আগস্ট, রবিবার হতে যথারীতি ক্লাস পরীক্ষা চলবে।
এছাড়াও, আবাসিক হলে শিক্ষার্থীদের কক্ষ বন্টনের ক্ষেত্রে হলের নিয়মাবলী কঠোরভাবে অনুসরণ করে ব্যবস্থা নেয়ার জন্য সংশ্লিষ্ট সকলকে নির্দেশনা প্রদান করা হয়।
এ ব্যাপারে কুয়েটের লালন শাহ হলের এক শিক্ষার্থী জানিয়েছেন, হলগুলো খুলে দেওয়া হয়েছে। পাশাপাশি ছাত্রলীগের দখলকৃত রুমগুলোও এখন আর তাদের নিয়ন্ত্রনে নেই। ভিসি ও প্রো- ভিসিও পদত্যাগ করেছেন। ইতঃপূর্বে শিক্ষার্থীদের উপর ছাত্র রাজনীতির কারণে হওয়া অত্যাচারের জন্য শাস্তির দাবিতে সবাই নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্ত দাবি করছেন।