The Ambassador News                                       দি অ্যাম্ব্যাসাডর নিউজ

সকল কণ্ঠের প্রতিনিধি

সর্বাধিক পঠিত

সারাদেশ বিক্ষোভে উত্তাল, শহিদ মিনার থেকে এক দফা দাবি

 নিউজ ডেস্ক


ছবিঃ ইত্তেফাক
সরকার পতনের এক দফা দাবি ব্যক্ত করে জাতীয় সরকার গঠনের দাবি জানিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। এর আগে দুপুরে আন্দোলনকারীদের সাথে সংলাপে বসতে চান বলে জানিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।তবে সেই আহ্বান প্রত্যাখ্যান করেছে্ন আন্দোলনকারীরা।

শহীদ মিনারের সমাবেশে আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম সরকার পতনের এক দফা দাবি ঘোষণার পর নতুন কর্মসূচি ঘোষণা করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা।

এই কর্মসূচিতে রবিবার থেকে ‘অনির্দিষ্টকালের জন্য সর্বাত্মক অসহযোগ আন্দোলনের’ আহ্বান করা হয়েছে।এর পাশাপাশি দেশের সব জেলা, উপজেলা, পাড়া, মহল্লায় বিক্ষোভ ও গণঅবস্থান কর্মসূচি, আন্দোলন চলাকালে হওয়া সব হত্যার বিচার ও সব রাজবন্দীকে মুক্ত করার আহ্বান জানানো হয়েছে। চব্বিশ ঘণ্টার মধ্যে সব বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও হল খুলে দেয়ার দাবি করেছেন আন্দোলনের সমন্বয়করা।

কর্মসূচিতে আন্দোলনকারীরা জানিয়েছেন যে তারা সর্বস্তরের নাগরিক প্রতিনিধিদের সাথে আলোচনা করে শীঘ্রই ক্ষমতা হস্তান্তরের ‘জাতীয় রূপরেখা’ পেশ করবেন।

রাজধানী ঢাকার বিভিন্ন জায়গা ছাড়াও গাজীপুর, কুমিল্লা, সিলেট, রংপুর, পটুয়াখালী, নারায়ণঞ্জ, কুষ্টিয়া, ঝিনাইদহ, বগুড়া, ময়মনসিংহসহ দেশের বিভিন্ন প্রান্তে হাজার হাজার ছাত্র-জনতা বিক্ষোভে অংশ নেয়। কুমিল্লা এবং সিলেটে পুলিশ এবং ছাত্রলীগ-যুবলীগের সঙ্গে আন্দোলনকারীদের সংঘর্ষে হতাহতের খবর পাওয়া গেছে। গাজীপুরের শ্রীপুরে একজন নিহত হওয়ার ব্যাপারে নিশ্চিত হওয়া গেছে।


নবীনতর পূর্বতন