প্রতীকী ছবি। স্টার অনলাইন গ্রাফিক্স
গাজীপুরের টঙ্গীতে ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে দুই জন নিহত হয়েছে। একই দিন রেললাইনের পাশে একটি ঝিল থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
আজ বুধবার টঙ্গী থানা পুলিশ দ্য ডেইলি স্টারকে বলেন, গতকাল রাতে তিনটি মরদেহ থানায় এনে রাখা হয়েছে।
পুলিশ জানায়, বিকেল সাড়ে ৩টার দিকে রেললাইন সংলগ্ন একটি ঝিল থেকে ভাসমান অবস্থায় সুজন সরকার (৪২) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়।
তিনি নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানার ব্রাহ্মণখালী গ্রামের মৃত হরিদাসের ছেলে।
এদিকে বিকেলে টঙ্গীবাজার এলাকায় গণপিটুনি দিয়ে অজ্ঞাত দুই ব্যক্তিকে পিটিয়ে মেরে ফেলা হয়।
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক প্রত্যক্ষদর্শী জানান, টঙ্গীবাজার এলাকায় পেট্রোল পাম্পের সামনে বিকেল ৩টার দিকে জনতা তিন ব্যক্তিকে আটক করে। এর মধ্যে একজন পালিয়ে যায়। অপর দুই জনকে কয়েক দফা পেটানো হয়। পরে তারা মারা গেলে লাশ ভ্যানগাড়িতে করে টঙ্গী পূর্ব থানা গেটে পাঠিয়ে দেওয়া হয়।
স্থানীয়রা জানায়, গণপিটুনিতে নিহত দুই জন এলাকায় ছিনতাইকারী চক্রের সঙ্গে জড়িত। গতকাল তাদেরকে একসাথে পেয়ে স্থানীয়রা ধরে ফেলে এবং পিটুনি দেয়।
টঙ্গী পূর্ব থানার ডিউটি অফিসার ফারজানা আক্তার দ্য ডেইলি স্টারকে জানান, লোকজন দুটি মরদেহ এনে থানায় দিয়ে গেছে। ময়নাতদন্তে পাঠানো হবে কিনা আজ সিদ্ধান্ত নেবেন তদন্ত কর্মকর্তা।
সূত্রঃ দ্য ডেইলি স্টার