The Ambassador News                                       দি অ্যাম্ব্যাসাডর নিউজ

সকল কণ্ঠের প্রতিনিধি

সর্বাধিক পঠিত

"আমার ছাত্র না থাকলে আমি চাকরী দিয়ে কী করবো?" - কুয়েট শিক্ষক

দি অ্যাম্ব্যাসাডর নিউজ ডেস্কঃ

দেশব্যাপী চলমান সহিংসতার বিরুদ্ধে গত ১লা আগস্ট, ২০২৪  বৃহস্পতিবার সকাল ১১টায় কুয়েটের সাধারণ শিক্ষকদের ব্যানারে বিশ্ববিদ্যালয়ের স্বাধীনতা স্তম্ভদূর্বার বাংলাতে মানববন্ধন কর্মসূচি পালন করেন খুলনা প্রকৌশল প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) এর শিক্ষকগণ।পুরকৌশল বিভাগের অধ্যাপক মোঃ হেলাল আন-নাহিয়ানের সভাপতিত্বে কুয়েটের শিক্ষকগণ সেখানে উপস্থিত ছিলেন। 

কুয়েট শিক্ষকগণের মানববন্ধন কর্মসূচি

কুয়েটের পুরকৌশল বিভাগের অধ্যাপক শাহজাহান আলী স্যার বলেন, " অনেক লোককে হত্যা করা হচ্ছে অথচ এর বিচার নেই, আমরা এর বিচার চাই। রাতে ব্লক রেইড দিয়ে ছাত্রদের বাসা থেকে জোর করে ধরে নিয়ে যাওয়া হচ্ছে। এমন অবস্থায় আমাদের বসে থাকার কোন সুযোগ নেই।এসময় শিক্ষক সমাজ জাগ্রত হয়েছে। ছাত্রদের জন্যই আমরা শিক্ষক। আমরা তাদেরকে শিক্ষা দেই।  আমরা কোন মুখে তাদের সামনে যেয়ে দাঁড়াব যদি আমরা যদি আজকে তাদের জন্য প্রতিবাদ করতে না পারি।" 

পুরকৌশল বিভাগের সহযোগি অধ্যাপক মির আব্দুল কুদ্দুস স্যার বলেন, " আমি এখানে দুটি কারণে এসেছি। প্রথমটি হলো আমার ছাত্রদের বুকে যেন গুলি না চলে, আমার ছাত্র না থাকলে আমি চাকরী দিয়ে কী করবো? আর দ্বিতীয়টি হলো আমি আমার সন্তানের নিরাপত্তা চাই, রাষ্ট্র যেই অধিকার আমাকে দিয়েছে আমি সেই অধিকার চাই।" 


সূত্র: Voice7News, UNITED NEWS OF BANGLADESH.  

নবীনতর পূর্বতন