দেশে ফিরেছেন শান্তিতে নোবেলজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। সাংবাদিকদের সংনাদ সম্মেলনে বলেন, 'দেশবাসীর কাছে আহবান, আমার ওপরে বিশ্বাস রাখেন, ভরসা রাখেন, দেশে কারও ওপর কোনো হামলা হবে না।'
শুরুতেই ড. ইউনূস বলেন, 'নতুন বিজয়ের মাধ্যমে বাংলাদেশ নতুন বিজয় দিবস শুরু করল। আমাদের এগিয়ে যেতে হবে। যারা এটি করেছে, তাদের প্রতি কৃতজ্ঞতা, তারা (আন্দোলনকারী তরুণরা) দেশকে রক্ষা করেছে। দেশকে পুনর্জন্ম করেছে।'
এছাড়া সময় রংপুরে পুলিশের গুলিতে নিহত শিক্ষার্থী আবু সাঈদের কথাও স্মরণ করেন তিনি। আবেগপ্রবণ হয়ে বলেন , 'আজকে আমার আবু সাঈদের কথা মনে পড়ছে, যে আবু সাঈদের কথা দেশের প্রতিটি মানুষের মনে গেঁথে আছে। যে অবিশ্বাস্য সাহসী যুবক বুলেটের সামনে বুক পেতে দিল, যাকে দেখে অন্যরা সাহস ও শক্তি পেল- তা আমাদের জন্য অনুসরণীয়। এ ঘটনার মধ্য দিয়ে দেশে দ্বিতীয় স্বাধীনতা এসেছে।'
তিনি আরও যোগ করেন, 'এই স্বাধীনতাকে রক্ষা করতে হবে। বাংলাদেশের এই স্বাধীনতার অর্থ ব্যক্তির পরিবর্তন, সমাজের পরিবর্তন। এটা সবাইকে বুঝতে হবে ও করতে হবে।'
আজ রাত ৮টার দিকে বঙ্গভবনে ড. ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকারের শপথগ্রহণ অনুষ্ঠানের প্রস্তুতি নেওয়া হয়েছে।