The Ambassador News                                       দি অ্যাম্ব্যাসাডর নিউজ

সকল কণ্ঠের প্রতিনিধি

সর্বাধিক পঠিত

রাওয়াপিন্ডি টেস্টে বৃষ্টিভেজা প্রথমদিনে সুবিধাজনক অবস্থানে বাংলাদেশ

স্পোর্টস প্রতিনিধি,মোস্তফা খালিদ বিন শামসঃ

রাওয়ালপিন্ডি টেস্টের প্রথম দিন শেষে প্রথম ইনিংসে ৪ উইকেটে ১৫৮ রান তুলেছে পাকিস্তান।

ছবিঃ সংগৃহীত


বৃষ্টি ও ভেজা আউটফিল্ডের কারণে খেলা শুরু হয় সাড়ে চার ঘণ্টা দেরিতে। শুরুতে ভেজা উইকেটের সুবিধা নিতে টসে জিতে বোলিং বেছে নেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন। দুই ওপেনিং বোলার হতাশও করেননি। হাসান মাহমুদ ও শরীফুল ইসলাম মিলে প্রথম নয় ওভারের মধ্যেই তুলে নেন পাকিস্তানের ৩ উইকেট। হাসান ফেরান আবদুল্লাহ শফিককে, শরীফুলের শিকার শান মাসুদ ও বাবর আজম।


১৬ রানে ৩ উইকেট হারানো পাকিস্তান ঘুরে দাঁড়ায় সাইম আইয়ুব–সৌদ শাকিলের জুটিতে। চতুর্থ উইকেটে এ দুজন যোগ করেন ৯৮ রান। ৫৬ রান করা সাইমকে ফিরিয়ে জুটি ভাঙেন হাসান। দিনের বাকি অংশে অবিচ্ছিন্ন থেকেছেন সৌদ শাকিল ও মোহাম্মদ রিজওয়ান। শাকিল অপরাজিত ৫৭ রানে, রিজওয়ান ২৪ রানে।


বাংলাদেশের হয়ে দুটি করে উইকেট নিয়েছেন শরীফুল ও হাসান। হাত ঘোরালেও উইকেটহীন নাহিদ রানা, মেহেদী হাসান মিরাজ ও সাকিব আল হাসান।

নবীনতর পূর্বতন