The Ambassador News                                       দি অ্যাম্ব্যাসাডর নিউজ

সকল কণ্ঠের প্রতিনিধি

সর্বাধিক পঠিত

S-400 আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা পৌঁছাল ইরানে

চলমান উত্তপ্ত পরিস্থিতিতে কমপক্ষে ৪০ টি কার্গো বিমান রাশিয়া থেকে ইরান পৌঁছেছে। বিভিন্ন ধরণের সমরাস্ত্র রাশিয়া হতে জরুরিভিত্তিতে ইরানে ডেলিভারি দেওয়া হয়েছে বলে ধারণা সামরিক বিশেষজ্ঞদের। S-400 আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা রয়েছে তার মধ্যে শীর্ষে। 
S-400 আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা

যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্যে F-22 Raptor যুদ্ধবিমান মোতায়নের ঘোষণার পর এমন তথ্য সামনে আসল। ইরানের পরমাণু স্থাপনাগুলোর নিরাপত্তার জন্য এই অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন করতে পারে। শুধু আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাই নয়, তা পরিচালনার জন্য দক্ষ জনবলও রাশিয়া ইরানে পাঠিয়েছে বলে দাবি ইসরায়েলি গণমাধ্যম The Times of Israel এর। 
 
সূত্র: The Times of Israel, Defence Express. 
নবীনতর পূর্বতন