The Ambassador News                                       দি অ্যাম্ব্যাসাডর নিউজ

সকল কণ্ঠের প্রতিনিধি

সর্বাধিক পঠিত

আশুলিয়া, টঙ্গিতে শ্রমিকদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ, নারী নিহত


সাভারের আশুলিয়ায় দুই পোশাক কারখানার শ্রমিকদের মধ্যে সংঘর্ষের ঘটনায় রোকেয়া বেগম নামে এক নারী পোশাক শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত আরও ২০ শ্রমিক আহত হয়েছেন।


মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে আশুলিয়ার জিরাবো এলাকার মাসকাট ও রেডিয়্যান্ট নামক পোশাক কারখানার শ্রমিকদের মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটে।


শিল্প পুলিশ-১ এর পুলিশ সুপার মো. সারোয়ার আলম (এসপি) বিষয়টি নিশ্চিত করেছেন।


রোকেয়া বেগম আশুলিয়ার জিরাবো এলাকার মাসকট গার্মেন্টস লিমিটেডের সহকারী অপারেটর হিসেবে কর্মরত ছিলেন।


প্রত্যক্ষদর্শীরা জানান, আজ সকালে মাসকট গার্মেন্টসের শ্রমিকরা কাজে যোগ না দিয়ে কারখানার বাইরে অবস্থান নিয়ে বিক্ষোভ করতে থাকেন। এ সময় পার্শ্ববর্তী রেডিয়্যান্ট গার্মেন্টস নামে অপর আরেকটি পোশাক কারখানার শ্রমিকদেরও কাজ বন্ধ করে তাদের সঙ্গে বিক্ষোভে যোগ দিতে মাসকট গার্মেন্টসের আন্দোলনরত রেডিয়্যান্ট গার্মেন্টসে ইট-পাটকেল ছুঁড়তে থাকে। এরই জেরে দুই গার্মেন্টসের শ্রমিকরা সংঘর্ষে জড়িয়ে পড়েন। এ সময় ইটের আঘাতে রোকেয়া বেগম নামে এক শ্রমিক নিহত হন। আহত হন অন্তত ২০ শ্রমিক।



তিন মাসের বকেয়া বেতন পরিশোধের দাবিতে গাজীপুরের টঙ্গীর গাজীপুরা এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন একটি তৈরি পোশাক কারখানায় শ্রমিকরা।


মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) সকাল থেকে বিক্ষোভ করছেন তারা। শ্রমিকদের বিক্ষোভের কারণে গাজীপুরা এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের উভয়দিকে যান চলাচল বন্ধ হয়ে গেছে। এতে ভোগান্তিতে পড়েছেন সড়কটি দিয়ে চলাচল করা মানুষ।


জানা গেছে, তিন মাসের বকেয়া বেতন পরিশোধের দাবিতে গাজীপুরা এলাকার সৃজন ড্রেসেস লিমিটেড পোশাক কারখানার শ্রমিকরা সকালে কারখানার সামনে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন। একপর্যায়ে তারা মিছিল নিয়ে গাজীপুরা এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেন। এর ফলে মহাসড়কের উভয়দিকে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে শিল্প পুলিশ ও থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের মহাসড়ক থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছে।


সড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভের কারণে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের উভয়পাশে গাড়ির দীর্ঘ জট তৈরি হয়েছে। এতে ওই মহাসড়কে চলাচলকারী যাত্রীরা দুর্ভোগে পড়েছেন।


যাযাদি/ এস


নবীনতর পূর্বতন