The Ambassador News                                       দি অ্যাম্ব্যাসাডর নিউজ

সকল কণ্ঠের প্রতিনিধি

সর্বাধিক পঠিত

দুর্ভোগ কাটছে না বানভাসিদের


কিছুতেই যেন কমছে না বানভাসিদের দুর্ভোগ। বন্যার পানি নামার সঙ্গে সঙ্গে বেরিয়ে আসছে ক্ষতচিহ্ন। ছড়াচ্ছে পানিবাহিত নানা রোগবালাই।


লক্ষ্মীপুরে ধীরগতিতে নামছে বন্যার পানি। এখনও জলমগ্ন ৫ উপজেলার বেশিরভাগ এলাকা। খাল-বিল দখলসহ নানা কারণে পানি প্রবাহ বন্ধ থাকায় সময় লাগছে বানের জল নামতে। এখনও বিশুদ্ধ পানি ও খাদ্য সংকট চরমে। আশ্রয়কেন্দ্র থেকে বাড়িতে ফিরছেন অনেকে। তবে বেশিরভাগ ঘরবাড়িই বসবাসের অনুপযোগী হয়ে পড়েছে।


কুমিল্লায় এখনও পানিবন্দি কয়েক লাখ মানুষ। ধীরে ধীরে নামছে বন্যার পানি। এরমধ্যে বুড়িচংয়ের বেশিরভাগ এলাকা থেকে নেমেছে বানের জল। বাড়ি ফিরতে শুরু করেছেন বানভাসিরা। সবখানেই খাদ্য ও সুপেয় পানির সংকট। সেই সঙ্গে বাড়ছে পানিবাহিত রোগব্যাধিও।


এখনও জলমগ্ন নোয়াখালীর ৭ উপজেলা। দেড় লাখ মানুষের দিন কাটছে আশ্রয়কেন্দ্রে। বানের জল ধীরগতিতে নামায় বাড়ি ফিরতে পারেনি বেশিরভাগ পরিবার। বন্যার কবলে আঞ্চলিক সড়কজুড়ে সৃষ্টি হয়েছে খানাখন্দ। জমিজমা তলিয়ে নষ্ট হয়েছে ফসল। পানিবাহিত রোগবালাই বৃদ্ধি পেয়েছে বন্যাকবলিত এলাকায়।


সূত্রঃ যমুনা টিভি

নবীনতর পূর্বতন