The Ambassador News                                       দি অ্যাম্ব্যাসাডর নিউজ

সকল কণ্ঠের প্রতিনিধি

চকরিয়ায় পুকুরে গোসল করতে নেমে নিহত ২ শিশু


পুকুরে গোসল করতে নেমে কক্সবাজারের চকরিয়ার কাহারিয়াঘোনার সিকদারপাড়ায় দুই শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (১৬ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে।


মারা যাওয়া শিশুরা হলো, স্থানীয় নবী হোসেনের মেয়ে সানজিদা হোসেন (৮) ও জমির উদ্দিনের মেয়ে মিফতাহুল জান্নাত (১০)। এরমধ্যে মিফতাহুল স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী।


একই ঘটনায় গুরুতর অসুস্থ আহাদুল ইসলামকে (৫) কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। আহাদুল মারা যাওয়া শিশু সানজিদা হোসেনের ভাই।


স্থানীয়রা জানিয়েছেন, দুপুরে তিন শিশু বাড়ির পাশের পুকুরে গোসলে যায়। এ সময় অসতর্ক অবস্থায় তিনজনই পুকুরে ডুবে যায়। স্থানীয় লোকজন চিৎকার চেঁচামেচি শুনে পুকুর থেকে তাদের উদ্ধার করে। এরমধ্যে দুইজন ঘটনাস্থলে মারা যায়।


অন্যজনকে উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠিয়েছেন।


চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী বলেন, দুজনের মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। অন্য শিশু হাসপাতালে চিকিৎসা নিচ্ছে। 

নবীনতর পূর্বতন