The Ambassador News                                       দি অ্যাম্ব্যাসাডর নিউজ

সকল কণ্ঠের প্রতিনিধি

তেজগাঁও ও নারায়ণগঞ্জে ট্রেনে কাটা পড়ে ২ জনের মৃত্যু


রাজধানীর তেজগাঁও ও নারায়ণগঞ্জের চাষাড়ায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত পরিচয় দুই যুবকের মৃত্যুর ঘটনা ঘটেছে। আজ বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) দুপুরের দিকে নিহত দুই যুবকের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠায় রেলওয়ে থানা পুলিশ।


ঢাকা রেলওয়ে থানার উপপরিদর্শক (এসআই) সাহিদা খানম জানান, বুধবার সন্ধ্যা পৌনে আটটার দিকে অজ্ঞাত পরিচয় (২৭) এক যুবক তেজগাঁও এলাকায় রেললাইন দিয়ে অসাবধানতাবশত হাঁটার সময় ঢাকা থেকে ছেড়ে আসা তিস্তা এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই মারা যান। পরে খবর পেয়ে ঘটনাস্থল থেকে ওই যুবকের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেলের মর্গে পাঠানো হয়। তবে আমরা ওই যুবকের নাম-পরিচয় জানতে পারিনি।


এদিকে, পৃথক আরেকটি ঘটনায় একইদিন সন্ধ্যা সাতটার দিকে নারায়ণগঞ্জের চাষাড়া রেললাইন দিয়ে পার হওয়ার সময় নারায়ণগঞ্জগামী কমিউটার ট্রেনে কাটা পড়ে মৃত্যু হয় অজ্ঞাত পরিচয় আরেক যুবকের। তার বয়স আনুমানিক ৩২ বছর। পরে খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে দুপুরের দিকে ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে পাঠানো হয় বলে জানান নারায়ণগঞ্জে জেলার রেলওয়ে থানার উপপরিদর্শক (এসআই) মুখলেচুর রহমান।


/এএম

নবীনতর পূর্বতন