The Ambassador News                                       দি অ্যাম্ব্যাসাডর নিউজ

সকল কণ্ঠের প্রতিনিধি

স্টেট ইইউনিভার্সিটিতে শিক্ষার্থীদের সংঘর্ষ, আইসিইউতে ২ জন

ছবিঃ যমুনা টিভি

বেসরকারি বিশ্ববিদ্যালয় স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশের (এসইউবি) ফার্মেসি ও আইন বিভাগের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে আহত হয়েছেন অন্তত ২০ জন শিক্ষার্থী। শনিবার (১৪ সেপ্টেম্বর) বিকেল ৫টার দিকে পূর্বাচলের বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে হামলার এই ঘটনা ঘটে।


তাদের মধ্যে গুরুতর আহত অবস্থায় মামুন ও রাফি নামের আইন বিভাগের ২ শিক্ষার্থীকে ল্যাবএইড হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়েছে। এর মধ্যে মামুনের অবস্থা আশঙ্কাজনক। বাকিদের প্রথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেয়া হয়েছে। গুরুতর আহতদের মধ্যে মামুন আইন বিভাগের ৪৪ ব্যাচ এবং রাফি একই বিভাগের ৪০ ব্যাচের শিক্ষার্থী।


জানা গেছে, বাসের সিট দখল নিয়ে শিক্ষার্থীদের মধ্যে প্রথমে বাগবিতণ্ডা হয়। পরে তা সংঘর্ষে রূপ নেয়। একপর্যায়ে আইন বিভাগের শিক্ষার্থীদের ধাওয়া দেয় ফার্মেসি বিভাগের শিক্ষার্থীরা। এ সময় মারামারিতে অন্তত ২০ জন শিক্ষার্থী আহত হয়।


এদিকে, হামলার এই ঘটনায় অনিদৃষ্টকালের জন্য বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। এই সময়ের মধ্যে সকল ক্লাস পরীক্ষাও স্থগিত করা হয়েছে।


বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের প্রধান নাজিয়া রহমানের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, আইসিউ’তে শিক্ষার্থীদের নিয়ে তিনি ব্যস্ত রয়েছেন। এ বিষয়ে বিস্তারিত কিছু জানাননি তিনি।


বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অবসরপ্রাপ্ত বিগ্রেডিয়ার জেনারেল জামাল হোসেনের সাথে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি কল রিসিভি করেননি। পাওয়া যায়নি বিশ্ববিদ্যালয়ের ভিসি ফারহানা শারমিনকেও।


এ বিষয়ে রূপগঞ্জ থানার ওসি মো. লিয়াকত আলী বলেন, বেসরকারি স্টেট ইউনিভার্সটির ফার্মেসি ও আইন বিভাগের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ হয়েছে। খবর পেয়ে পুলিশ, ইউএনও ও সেনাবাহিনী ঘটনাস্থল পরিদর্শন করেছে।


তিনি আরও জানান, হামলার বিষয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কোনো ধরনের অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে যথাযথ ব্যবস্থা নেয়া হবে।


/এএস

নবীনতর পূর্বতন