পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম তিনটি জিতেই আগেই সিরিজ ঘরে তুলেছিল বাংলাদেশ নারী ‘এ’ দল। তবে শ্রীলংকা নারী ‘এ’ দলের কাছে চতুর্থ ম্যাচে এসে হেরে বসলেন রাবেয়া-জাহানারারা। ব্যাটিং ব্যর্থতায় ১৯ রানে হেরেছে বাংলাদেশ।
আজ মঙ্গলবার কলম্বোর থুরস্টান কলেজ গ্রাউন্ডে টস হেরে শ্রীলংকা ব্যাটিংয়ে নেমে ৫ উইকেটে ১২৪ রান করে। যেখানে জবাবে নেমে বাংলাদেশ ৩ বল বাকি থাকতে ১০৫ রানে অলআউট হয়।
সিরিজ জিতলেও সামনে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ থাকায় ম্যাচ দুটি বাংলাদেশের জন্য হয়ে দাঁড়ায় পরীক্ষা-নিরীক্ষা করার বড় সুযোগ। মূলত ‘এ’ দল হলেও বিসিবি যে আসলে জাতীয় দলকেই শ্রীলংকায় পাঠিয়েছে। বেঞ্চের শক্তি পরখ করে দেখতে অধিনায়ক রাবেয়া খান আজ নিজেই খেলেননি। তার বদলে দলকে নেতৃত্ব দিয়েছেন নাহিদা আক্তার।
এ ম্যাচে যদিও নিগার সুলতানা, ওপেনার সাথি রানি, অলরাউন্ডার রিতু মনি, বোলার সুলতানা খাতুন বিশ্রামে ছিলেন। তাদের জায়গায় একাদশে জায়গা পাওয়া শামীমা সুলতানা, সাকিবুন নাহার, স্বর্ণা আক্তার ভালো করলেও মুর্শিদা খাতুন ও জাহানারা আলম সুযোগ কাজে লাগাতে পারেননি।
এদিন ফাহিমা খাতুন ও স্বর্ণা আক্তারে দারুণ বোলিংয়ে ৯ ওভারে ৪০ রানে শ্রীলঙ্কার ৪ উইকেট তুলে নেয় বাংলাদেশ। এরপর পিউমি ভাতসালাকে নিয়ে শ্রীলঙ্কাকে বিপর্যয় থেকে টেনে তোলেন অধিনায়ক সাথিয়া সন্দীপনি। পঞ্চম উইকেট জুটিতে দুজন যোগ করেন ৪৭ রান। শেষ দিকে মালশা শেহানিকে নিয়ে আরও ৩৭ রান তোলেন সন্দীপনি। মালশা ১৪ বলে ২১ ও সন্দীপনি ৩৩ বলে ৪৬ রানে অপরাজিত থাকেন। মারুফা ও ফাহিমা ২টি করে উইকেট নেন। ৩২ রান দিয়ে ১ উইকেট নেন জাহানারা।
জয়ের লক্ষ্যে খেলতে নেমে পাওয়ারপ্লেতে ৩ উইকেট হারিয়ে ফেলে বাংলাদেশ নারী ‘এ’ দল। এরপর তাজ নাহারকে নিয়ে ওপেনার শামীমা ৩৫ রানের জুটি গড়লেও তা টি-টোয়েন্টিসুলভ ছিল না। দলীয় ৫৬ রানে এ জুটি ভাঙতেই বাংলাদেশের ব্যাটিংয়ে আবারও ধস নামে। ৫৬/৩ থেকে ৭৭/৮—২১ রানের মধ্যে ৫ উইকেট হারায় সফরকারীরা। তাতে হার প্রায় নিশ্চিত হয়ে যায়। স্বর্ণার ১৯ বলে ২৮ রানের ইনিংসটা শুধু ব্যবধান কমিয়েছে।
আগামী বৃহস্পতিবার দুই দলের শেষ টি-টোয়েন্টি কলম্বোর কোল্টস ক্রিকেট গ্রাউন্ড।