The Ambassador News                                       দি অ্যাম্ব্যাসাডর নিউজ

সকল কণ্ঠের প্রতিনিধি

বিসিবি পরিচালক পদ থেকে সুজনের পদত্যাগ



বিসিবির পরিচালক পদ থেকে পদত্যাগ করেছেন খালেদ মাহমুদ সুজন। দীর্ঘদিন বিসিবির পরিচালকের পদে থাকা এই সাবেক অধিনায়ক আজ বুধবার (১১ সেপ্টেম্বর) পদত্যাগপত্র জমা দেন। বিসিবি সূত্রে সুজনের পদত্যাগের বিষয়ে নিশ্চিত হওয়া গেছে।


দীর্ঘদিন থেকে বিসিবির পরিচালকের পদে ছিলেন সুজন। ছিলেন গেম ডেভেলপমেন্ট কমিটির প্রধানও। এছাড়াও কাজ করেছেন নানা গুরুত্বপূর্ণ ভূমিকায়। বিসিবির সাবেক প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপন পদত্যাগ করার পর বিসিবির পরিচালকদের পদত্যাগের হিড়িক পড়ে। এবার সে তালিকায় নাম লেখালেন সুজনও।



সুজনের আগে বিসিবির পরিচালকের পদ ছেড়েছেন শফিউল আলম চৌধুরী নাদেল এবং নাইমুর রহমান দূর্জয়।


বিসিবিতে পরিচালকের পদে থাকাকালীন সময়ে সুজন বিভিন্ন সময়ে জাতীয় দলের সঙ্গেও কাজ করেছেন। টিম ডিরেক্টর, টিম ম্যানেজার কিংবা অন্তর্বর্তীকালীন কোচের ভূমিকায় দেখা গেছে সুজনকে। এছাড়া ক্লাব ক্রিকেটেও নিয়মিত কোচের দায়িত্ব পালন করেছেন। সবশেষ বিপিএলে তিনি দুর্দান্ত ঢাকার কোচ ছিলেন। ডিপিএলে আবাহনীর কোচের দায়িত্বও সামলিয়েছেন।


নবীনতর পূর্বতন