The Ambassador News                                       দি অ্যাম্ব্যাসাডর নিউজ

সকল কণ্ঠের প্রতিনিধি

সর্বাধিক পঠিত

উত্তর কোরিয়ায় বন্যা, ৩০ কর্মকর্তার মৃত্যুদন্ড

 
ছবিঃ সংগৃহীত


বন্যা নিয়ন্ত্রণে ব্যার্থ হওয়ায় বন্যার্ত এলাকার ৩০ জন কর্মকর্তাকে গুলি করে হত্যার অভিযোগ উঠেছে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উনের বিরুদ্ধে৷ ৪ সেপ্টেম্বর (বুধবার) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির একটি প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করা হয়৷ 


গত জুলাইয়ে ভয়াবহ বন্যার সম্মুখীন হয় দক্ষিণ কোরিয়া৷ ভারী বৃষ্টিপাতের ফলে ভূমিধস ও বন্যার সূত্রপাত ঘটে৷ দক্ষিণ কোরিয়ার সংবাদ মাধ্যম চোসুন টিভির একটি প্রতিবেদনে বলা হয়, এ বন্যায় ৪ হাজার বাড়ি ক্ষতিগ্রস্ত ও ১৫ হাজার ৪০০ জন নাগরিক বন্যা কবলিত হন৷ এমনকি ১০০০ মৃতের সংবাদও প্রকাশিত হয়েছে৷ তবে, এ ব্যাপক প্রাণহানির খবরকে "গুজব" বলে উড়িয়ে দেন দেশটির প্রেসিডেন্ট৷ তিনি আরও বলেন, এটি একটি পরিকল্পিত "নোংরা প্ররোচনা" যা দেশের খ্যাতি নষ্টের উদ্দেশ্যে ছড়িয়ে দেয়া হচ্ছে৷ 


উত্তর কোরীয় এক কর্মকর্তা বলেন, "গত আগস্ট মাসের শেষের দিকে একসাথে ২০ থেকে ৩০ জন কর্মকর্তাকে মৃত্যুদন্ড দেয়া হয়৷" মৃত্যুদন্ডপ্রাপ্ত কর্মকর্তাদের নাম ও পরিচয় এখনো প্রকাশ পায়নি৷ মৃত্যুদন্ডের কারণ হিসেবে দূর্নীতি ও দায়িত্বের প্রতি অবহেলাকে দ্বায়ী করা হয়৷ 


কোরিয়া টাইমসে অনুযায়ী, কোভিড-১৯ এর সময় হতে উত্তর কোরিয়ায়  বার্ষিক মৃত্যুদন্ডের হার ছিলো ১০ জন৷ যা বর্তমানে দশগুণ বেড়ে ১০০ তে গিয়ে পৌঁছেছে৷ 

 

নবীনতর পূর্বতন