বন্যা নিয়ন্ত্রণে ব্যার্থ হওয়ায় বন্যার্ত এলাকার ৩০ জন কর্মকর্তাকে গুলি করে হত্যার অভিযোগ উঠেছে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উনের বিরুদ্ধে৷ ৪ সেপ্টেম্বর (বুধবার) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির একটি প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করা হয়৷
গত জুলাইয়ে ভয়াবহ বন্যার সম্মুখীন হয় দক্ষিণ কোরিয়া৷ ভারী বৃষ্টিপাতের ফলে ভূমিধস ও বন্যার সূত্রপাত ঘটে৷ দক্ষিণ কোরিয়ার সংবাদ মাধ্যম চোসুন টিভির একটি প্রতিবেদনে বলা হয়, এ বন্যায় ৪ হাজার বাড়ি ক্ষতিগ্রস্ত ও ১৫ হাজার ৪০০ জন নাগরিক বন্যা কবলিত হন৷ এমনকি ১০০০ মৃতের সংবাদও প্রকাশিত হয়েছে৷ তবে, এ ব্যাপক প্রাণহানির খবরকে "গুজব" বলে উড়িয়ে দেন দেশটির প্রেসিডেন্ট৷ তিনি আরও বলেন, এটি একটি পরিকল্পিত "নোংরা প্ররোচনা" যা দেশের খ্যাতি নষ্টের উদ্দেশ্যে ছড়িয়ে দেয়া হচ্ছে৷
উত্তর কোরীয় এক কর্মকর্তা বলেন, "গত আগস্ট মাসের শেষের দিকে একসাথে ২০ থেকে ৩০ জন কর্মকর্তাকে মৃত্যুদন্ড দেয়া হয়৷" মৃত্যুদন্ডপ্রাপ্ত কর্মকর্তাদের নাম ও পরিচয় এখনো প্রকাশ পায়নি৷ মৃত্যুদন্ডের কারণ হিসেবে দূর্নীতি ও দায়িত্বের প্রতি অবহেলাকে দ্বায়ী করা হয়৷
কোরিয়া টাইমসে অনুযায়ী, কোভিড-১৯ এর সময় হতে উত্তর কোরিয়ায় বার্ষিক মৃত্যুদন্ডের হার ছিলো ১০ জন৷ যা বর্তমানে দশগুণ বেড়ে ১০০ তে গিয়ে পৌঁছেছে৷